• বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে গৃহবধূ হত্যা: ২৪ ঘণ্টার মধ্যেই র‍্যাবের যৌথ অভিযানে দুই সন্দিগ্ধ গ্রেফতার গুলশানে লেকের পাশে ছুরিকাঘাতে হত্যা : বিশেষ অভিযানে শিবচর থেকে মূল আসামি শামীম গ্রেপ্তার সাবেক স্ত্রীর মামলায় গ্রেপ্তার হিরো আলম সন্ধ্যায় পেলেন জামিন বাড্ডায় পিস্তল দিয়ে হত্যাকাণ্ডের প্রধান আসামি হৃদয় পটুয়াখালী থেকে গ্রেফতার সাংবাদিকতায় পরিবর্তনের ছোঁয়া : উত্তরায় অনুষ্ঠিত হলো ডিজিটাল মাল্টিমিডিয়া কর্মশালা ১৫ বছরের ময়লার স্তূপ ভেঙে পথ খুলে দিচ্ছেন দুলাল হোসেন : ৪৪ নং ওয়ার্ডে ‘সাত রং’ রাস্তার কাজে নতুন প্রাণ! দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি তোফাজ্জল, সম্পাদক আনোয়ার নির্বাচিত টঙ্গীতে মাটিচাপা নবজাতক জীবিত উদ্ধার: মা- বাবা গ্রেপ্তারের পর চাঞ্চল্যকর স্বীকারোক্তি টঙ্গী জাভান হোটেলে জমকালো আয়োজনে যোগ হলো ‘টমেটো রেস্তোরাঁ’ : গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত টঙ্গীতে আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা : এএসআই আহত, গ্রেপ্তার-৩

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে টঙ্গীতে বিএনপির লিফলেট বিতরণ, সুমন সরকারের প্রতি তৃণমূলের সমর্থন

grambarta / ৬৯ ভিউ
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে নবগঠিত গাজীপুর-৬ (টঙ্গী পূর্ব, টঙ্গী পশ্চিম, পুবাইল ও গাছা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সরকার জাবেদ আহম্মেদ সুমনের প্রতি সমর্থন জানিয়ে উঠান বৈঠক, জনসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের ৫৪ নং ওয়ার্ডের সফি উদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ রোডের আল আমিন বেকারি সংলগ্ন মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নিশাত মাহমুদ জালাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপি’র সভাপতি গাজীপুর-৬ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী সরকার জাবেদ আহম্মেদ সুমন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন গাজীপুর-৬ আসনে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। আমি রাজনীতি করেছি আদর্শ নিয়ে, কোনো ব্যক্তিগত স্বার্থে নয়। বিএনপি যদি ত্যাগী ও নির্যাতিত নেতাদের মূল্যায়ন করে, আমি বিশ্বাস করি সেই মূল্যায়নের জায়গায় আমি আছি। তিনি আরও বলেন, গাজীপুরে সবচেয়ে বেশি মামলা ও জেল খেটেছি, কিন্তু কখনও দুর্নীতির অভিযোগ ওঠেনি। আমি দলের দুঃসময়ের পরীক্ষিত সৈনিক, জনগণের ভালোবাসাই আমার শক্তি। সভায় বক্তারা বলেন, নবগঠিত গাজীপুর-৬ আসনে একজন ক্লিন ইমেজ ও নির্যাতিত নেতা প্রয়োজন যিনি জনগণের সঙ্গে সম্পৃক্ত এবং আদর্শিক রাজনীতিতে বিশ্বাসী। তাঁরা সরকার জাবেদ আহম্মেদ সুমনের মনোনয়ন প্রত্যাশাকে স্বাগত জানিয়ে সর্বাত্মক সমর্থনের আশ্বাস দেন। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা যুবদলের আহবায়ক আকবর হোসেন ফারুক, যুগ্ম আহবায়ক বেনজির রহমান পিন্টু, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম সাথী, রাজিব বিন সাঈদ রিগান , নুর মোহাম্মদ ইউসুফ, মোস্তফা সরকার, টঙ্গী পূর্ব থানা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান ও মোফাজ্জল উদ্দিন সরকার বিজয়, এছাড়াও যুবদল নেতা মোঃ শাকিল হোসেন, মাসুদ রানা, ৫৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুল রহমান শিপন, চাঁন মিয়া প্রধান, ফেরদৌসী বেগম, রাবেয়া বেগম, হালিমা আক্তার সুমী, ৫৪ নং ওয়ার্ড বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মিরন মিয়া, সহ-সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, আব্দুল সালাম বেপারী, মনির হোসেন, ইমাম উদ্দিন, দপ্তর সম্পাদক সজিব হোসেন, আব্দুল মজিদ মিয়া, ফরিদ হোসেন প্রমুখ। পুরো অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। সভা শেষে সরকার জাবেদ আহম্মেদ সুমন স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং জনগণের দোয়া কামনা করেন। উল্লেখ্য, সদ্য গঠিত গাজীপুর-৬ আসনটি জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত হচ্ছে। দলীয় পর্যায়ে কে বিএনপির প্রার্থী হবেন তা নিয়ে স্থানীয়ভাবে আলোচনা চলছে জোরেশোরে। এমন প্রেক্ষাপটে সুমনের পক্ষে এই উঠান বৈঠক ও জনসংযোগ কার্যক্রম এলাকাবাসীর আগ্রহ ও প্রত্যাশার প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা। আলোচনা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে টঙ্গীর ৫৪ নং ওয়ার্ডে দোকানপাট ও পাড়া-মহল্লায় লিফলেট বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর