নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের অধীনে গত শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) অনুষ্ঠিত স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস ও ব্যাপক দুর্নীতি-অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়া থেকে দুইদিনব্যাপী এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়েছে। গত ২৬ ও ২৭ অক্টোবর দুদকের একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে সংগৃহীত প্রাথমিক তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ করা হয়। পরে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রয়োজনীয় নথি ও তথ্য সংগ্রহ করে দুদক টিম।
দুদকের প্রাথমিক তদন্তে জানা যায়, স্থানীয় বিভিন্ন দপ্তরের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে প্রশ্নফাঁসের ঘটনাটি সংঘটিত হয়েছে। এতে প্রাথমিকভাবে সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীর সম্পৃক্ততা পাওয়া গেছে।
অভিযানকালে তাদের মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত জব্দ করে দুদক টিম। পরবর্তীতে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে টিমটি কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করেছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫