নিজস্ব প্রতিবেদক : গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৫ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের অবহেলিত ও বেহাল রাস্তাটির সংস্কার ও নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগের কথা জেনে টঙ্গী পূর্ব থানা বিএনপি’র সভাপতি ও গাজীপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সরকার জাবেদ আহাম্মেদ সুমন নিজ উদ্যোগে এবং এলাকাবাসীর সহযোগিতায় এ রাস্তাটি নির্মাণের উদ্যোগ নেন। বুধবার (২৯ অক্টোবর) সকালে আনুষ্ঠানিকভাবে রাস্তাটির নির্মাণ কাজের উদ্বোধন করেন সরকার জাবেদ আহাম্মেদ সুমন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন, ৪৫ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি গাজী ছবিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইয়াসিন মিন্টু, টঙ্গী পূর্ব থানা যুবদলের নেতা মোফাজ্জল উদ্দিন সরকার বিজয়, গাজী মোশারফ হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে সরকার জাবেদ আহাম্মেদ সুমন বলেন রাজনীতির মূল উদ্দেশ্য জনগণের সেবা করা। এই রাস্তাটি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের দুর্ভোগের কারণ ছিল। তাই দলীয় পরিচয় নয়, মানবিক দায়বদ্ধতা থেকেই আমি এলাকাবাসীর পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে সবসময় পাশে থাকব। স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তাটি সংস্কারের ফলে তাদের চলাচলে স্বস্তি ফিরবে, শিশু ও প্রবীণদের চলাচল সহজ হবে এবং এলাকার ব্যবসা-বাণিজ্যেও নতুন গতি আসবে। উল্লেখ্য, এ রাস্তাটি দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকায় বর্ষা মৌসুমে এলাকাবাসীর জন্য চরম দুর্ভোগের সৃষ্টি হতো। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, নতুনভাবে নির্মিত এই রাস্তা এলাকাবাসীর জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫