নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগরীর টঙ্গীতে এক বর্ণাঢ্য ও প্রাণবন্ত র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে টঙ্গীর রাজপথে উৎসবমুখর পরিবেশে শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে র্যালিটি শহরজুড়ে উচ্ছ্বাসের ঢেউ তোলে। র্যালির নেতৃত্ব দেন গাজীপুর মহানগর যুবদলের আহবায়ক সদস্য রাজীব বিন শহীদ রিগান। তার গতিশীল ও সংগঠিত নেতৃত্বে পুরো আয়োজনটি পরিণত হয় এক আনন্দ উৎসবে, যা নেতাকর্মীদের মাঝে নতুন প্রেরণা ও উদ্দীপনা সঞ্চার করে। র্যালিতে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন, দলীয় পতাকা ও স্লোগানে স্লোগানে টঙ্গীর রাজপথ প্রকম্পিত করে তোলেন। শহরজুড়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর স্লোগানে দলীয় উচ্ছ্বাসে তৈরি হয় উৎসবের আমেজ। রাজীব বিন শহীদ রিগান বলেন যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জন্য নতুন করে শপথ নেওয়ার দিন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সামনের সারিতে থেকে কাজ করে যাবো। যুবদল সবসময় দেশের মানুষের পাশে থাকবে। র্যালিতে উপস্থিত ছিলেন যুবদল নেতা আশরাফ আলী, আতিক, মামুন ভুইয়া, মাসুদ রানাসহ টঙ্গীর বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের নেতৃবৃন্দ। র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনায় নেতৃবৃন্দ যুবদলের গৌরবময় ইতিহাস, ত্যাগের ধারা ও আগামীর সংগ্রামমুখী কর্মপন্থা তুলে ধরেন।স্থানীয় নেতাকর্মীরা জানান, রাজীব বিন শহীদ রিগানের নেতৃত্বে টঙ্গীতে যুবদলের সাংগঠনিক কার্যক্রম নতুন গতি ও প্রাণ ফিরে পেয়েছে।