নিজস্ব প্রতিবেদক : বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টির অংশ হিসেবে গাজীপুরে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৩ নম্বর ওয়ার্ডের পাগাড় ঝিনু মার্কেট এলাকায় এ কর্মসূচির আয়োজন করে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন। কর্মসূচির নেতৃত্ব দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও গাজীপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আরিফ হোসেন হাওলাদার। লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোখলেসুর রহমান, বিএনপি নেতা আলমগীর হোসেন মিঠু, যুবদল নেতা জুলফিকার, স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল, জসিমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। লিফলেটের মাধ্যমে জনগণের মাঝে বিএনপির ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা’র মূল বার্তা গণতন্ত্র পুনরুদ্ধার, প্রশাসনিক সংস্কার, জবাবদিহিমূলক শাসনব্যবস্থা ও জনগণের অধিকার প্রতিষ্ঠা ছড়িয়ে দেওয়া হয়। জনগণের সঙ্গে কথা বলতে গিয়ে আরিফ হোসেন হাওলাদার বলেন দেশে ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করতে হলে রাষ্ট্রকাঠামো সংস্কার এখন সময়ের দাবি। বিএনপির ৩১ দফা শুধু একটি রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটি একটি রোডম্যাপ যেখানে সাধারণ মানুষের অধিকার, স্বাধীন বিচারব্যবস্থা ও সুশাসনের নিশ্চয়তা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আমরা জনগণের কাছে যাচ্ছি, তাদের মতামত শুনছি এবং পরিবর্তনের বার্তা পৌঁছে দিচ্ছি। কারণ রাষ্ট্র মেরামতের কাজ কেবল দলের নয়, এটি জনগণের অংশগ্রহণমূলক আন্দোলন। লিফলেট বিতরণ কর্মসূচি শেষে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, এই প্রচারণার মাধ্যমে টঙ্গীসহ গাজীপুরের সাধারণ মানুষের মধ্যে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা সম্পর্কে সচেতনতা আরও বৃদ্ধি পাবে।