নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সদর উপজেলার কে.বি. বাজার সংলগ্ন খাইলকুর বাদশাহ মিয়া অগ্রণী উচ্চ বিদ্যালয় ও হায়দ্রাবাদ কওমি মাদ্রাসা প্রাঙ্গণে সম্প্রতি অনুষ্ঠিত হয় এক অনুপ্রেরণামূলক শিক্ষক সমাবেশ। শিক্ষা উন্নয়ন ও জাতীয় পুনর্গঠনে শিক্ষকদের ভূমিকা নিয়ে এই সভাটি পরিণত হয় শিক্ষক সমাজের ঐক্যের প্রতীকী মঞ্চে। ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত খাইলকুর বাদশাহ মিয়া অগ্রণী উচ্চ বিদ্যালয় বর্তমানে প্রধান শিক্ষক প্রদীপ দেবনাথ, বিএস, বিসিএস এর নেতৃত্বে পরিচালিত হচ্ছে। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও ইতিহাস গবেষক মোঃ খলিলুর রহমান সভায় সমন্বয়কারীর ভূমিকা পালন করেন।
সভায় প্রধান অতিথি ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি ও গাজীপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রভাষক বশির উদ্দিন আহমেদ, যিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং শিক্ষক সমাজের প্রতিনিধি হিসেবে শিক্ষার উন্নয়ন ও জাতীয় পুনর্গঠনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন,আমি একজন শিক্ষক শিক্ষকের দুঃখ আমি বুঝি। শিক্ষকদের সম্মান ও বেতন কাঠামো উন্নয়নে সংসদে গিয়ে কাজ করতে চাই। রাজনীতি করছি দেশের সেবা করার জন্য, লোভ বা বিলাসিতার জন্য নয়। আমি জনগণের কাছ থেকে টাকা চাই না, চাই দোয়া ও ভালোবাসা। বশির উদ্দিন আহমেদ আরও যোগ করেন, আল্লাহ যা দিয়েছেন, তা মানুষের কল্যাণে ব্যবহার করছি এবং করব। সমাজে নৈতিকতা, শিক্ষার প্রসার ও উন্নত নেতৃত্ব গড়তে শিক্ষক সমাজকেই এগিয়ে আসতে হবে। সভায় বক্তারা শিক্ষকদের সীমিত বেতনের বিষয়টি গভীরভাবে তুলে ধরে বলেন, আমরা শিক্ষক আমাদের আয় সীমিত, সংসার চালানো কঠিন। এমন সংসদ সদস্য দরকার যিনি সংসদে গিয়ে শিক্ষকদের কথা বলবেন, তাদের মর্যাদা ও বেতনমান উন্নত করবেন। বক্তৃতায় বক্তারা গাজীপুরের সাবেক এমপি শিক্ষাবান্ধব নেতা হাসান উদ্দিন সরকার এর প্রশংসা করেন। তারা বলেন, গাজীপুরের প্রতিটি স্কুল, কলেজ ও মাদ্রাসার উন্নয়নে হাসান উদ্দিন সরকারের অবদান অনস্বীকার্য। তিনি প্রকৃত শিক্ষাবান্ধব নেতা। সভায় উপস্থিত ছিলেন মাওলানা জালাল উদ্দিন (প্রিন্সিপাল), হাফিজ উদ্দিন (ভাইস প্রিন্সিপাল), মাওলানা আব্দুর রহমান (আইসিটি শিক্ষক), মাওলানা শরিফ আহমেদ (আরবি প্রভাষক), মোহাম্মদ তাওহিদুল ইসলাম, জহিরুল ইসলাম, সৈয়দ আরিফুর রহমান, মাওলানা আব্দুল বাকি প্রমুখ। তারা সকলেই প্রভাষক বশির উদ্দিন আহমেদের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় বক্তারা বিএনপির গঠনতন্ত্রের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক সমাজের আশা। নেশামুক্ত, নৈতিক ও সৎ নেতৃত্বই পারে দেশকে সঠিক পথে পরিচালিত করতে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫