• বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে গৃহবধূ হত্যা: ২৪ ঘণ্টার মধ্যেই র‍্যাবের যৌথ অভিযানে দুই সন্দিগ্ধ গ্রেফতার গুলশানে লেকের পাশে ছুরিকাঘাতে হত্যা : বিশেষ অভিযানে শিবচর থেকে মূল আসামি শামীম গ্রেপ্তার সাবেক স্ত্রীর মামলায় গ্রেপ্তার হিরো আলম সন্ধ্যায় পেলেন জামিন বাড্ডায় পিস্তল দিয়ে হত্যাকাণ্ডের প্রধান আসামি হৃদয় পটুয়াখালী থেকে গ্রেফতার সাংবাদিকতায় পরিবর্তনের ছোঁয়া : উত্তরায় অনুষ্ঠিত হলো ডিজিটাল মাল্টিমিডিয়া কর্মশালা ১৫ বছরের ময়লার স্তূপ ভেঙে পথ খুলে দিচ্ছেন দুলাল হোসেন : ৪৪ নং ওয়ার্ডে ‘সাত রং’ রাস্তার কাজে নতুন প্রাণ! দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি তোফাজ্জল, সম্পাদক আনোয়ার নির্বাচিত টঙ্গীতে মাটিচাপা নবজাতক জীবিত উদ্ধার: মা- বাবা গ্রেপ্তারের পর চাঞ্চল্যকর স্বীকারোক্তি টঙ্গী জাভান হোটেলে জমকালো আয়োজনে যোগ হলো ‘টমেটো রেস্তোরাঁ’ : গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত টঙ্গীতে আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা : এএসআই আহত, গ্রেপ্তার-৩

গাজীপুরে রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও জনসংযোগে সরকার জাবেদ আহাম্মেদ সুমন

grambarta / ৩৬ ভিউ
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের মালেকেরবাড়ী থেকে শরিফপুর পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও ব্যাপক জনসংযোগ কার্যক্রম পরিচালনা করেছে টঙ্গী পূর্ব থানা বিএনপি সভাপতি ও গাজীপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সরকার জাবেদ আহাম্মেদ সুমন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে টঙ্গী পূর্ব থানা বিএনপি’র সভাপতি ও গাজীপুর-৬ (টঙ্গী পূর্ব–গাছা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সরকার জাবেদ আহাম্মেদ সুমন এর নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মালেকেরবাড়ী বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শরিফপুর আশরাফ মার্কেট পর্যন্ত টানা জনসংযোগের মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী, দোকানদার ও সাধারণ জনগণের হাতে লিফলেট বিতরণ করা হয়। আলোচনা সভায় সরকার জাবেদ আহাম্মেদ সুমন বলেন বাংলাদেশ আজ একটি গভীর সংকটে। প্রশাসন, বিচারব্যবস্থা, শিক্ষা ও অর্থনীতি সবখানে অব্যবস্থাপনা ও দুর্নীতি দেশকে পিছিয়ে দিচ্ছে। বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা শুধু একটি রাজনৈতিক ইশতেহার নয়, এটি একটি নতুন রাষ্ট্রগঠনের রূপরেখা। জনগণকে সঙ্গে নিয়ে আমরা এই দফাগুলো বাস্তবায়নের মাধ্যমে একটি জবাবদিহিমূলক, নাগরিকবান্ধব ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ব। তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে আমরা জনগণের অধিকার পুনরুদ্ধার এবং সুশাসন প্রতিষ্ঠার লড়াইয়ে নেমেছি। গাজীপুর-৬ আসনের জনগণ আমার পাশে আছে, আমি বিশ্বাস করি গণআন্দোলনের মাধ্যমে আমরা অচিরেই এই অন্যায়ের অবসান ঘটাবো। এসময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর কৃষকদলের যুগ্ম আহবায়ক সুলেমান, গাছা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক জব্বার সরকার, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির আহমেদ পিন্টু, ৩৭ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল সরকার, ৩৬ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সোলেমান সাহ্, গাছা থানা উলামা দলের যুগ্ম আহবায়ক তুহিন মিয়া, ৩৪ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি বাসির উদ্দিন মন্ডল ও সাধারণ সম্পাদক হাজী রাসেল, এবং ৩২ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি হামিদ মন্ডল প্রমুখ। শেষে নেতা-কর্মীরা জনগণের সঙ্গে কুশল বিনিময় করে সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে গণসংহতির ডাক দেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর