নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি ও গাজীপুর-৬ আসনের সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী সরকার জাবেদ আহাম্মেদ সুমন শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে গাজীপুরা কাজীবাড়ী রোডের মাথা থেকে বাইগারটেক পর্যন্ত এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেছেন। এসময় তিনি বিভিন্ন দোকানপাট, ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় অসাধারণ মানুষের হাতে রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট পৌঁছে দেন এবং দলের চলমান আন্দোলন-সংগ্রামের উদ্দেশ্য ও তাৎপর্য তুলে ধরেন। লিফলেট বিতরণ ও গণসংযোগে অংশ নেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক বেনজির আহমেদ পিন্টু, টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক, মহিলা দলের সাধারণ সম্পাদক রাবেয়া আক্তার, ৫০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন কবির, যুগ্ম সম্পাদক রেজাউল করিম সাত্তার, জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক মিয়া খোকন, ধর্ম বিষয়ক সম্পাদক জয়নাল আবেদিন, দপ্তর সম্পাদক মাসুম মোল্লা, শ্রম বিষয়ক সম্পাদক সাব্বির সরদার, ছাত্র বিষয়ক সম্পাদক শাওন সরকার, ৫০ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম, সাবেক সহ-সভাপতি জসিম মিয়া, শিল্প বিষয়ক সম্পাদক এস এম মাসুম, যুব নেতা তুলিফ, পশ্চিম থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম নয়ন, পূর্ব থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সুমন শরিফ, ৫০ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রাহাত মিয়া ও সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ। রাষ্ট্র মেরামতের ৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের মুক্তির রূপরেখা। জনগণের অধিকার ফিরিয়ে দিতে বিএনপির এই কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে আমরা মাঠে নেমেছি। গাজীপুর-৬ আসনের প্রতিটি ঘর, প্রতিটি মানুষ যেন বুঝতে পারে এই ৩১ দফা বাস্তবায়নই হলো দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক, জনগণের রাষ্ট্র গঠনের পথ। আমরা ভয় পাই না, জনগণের ভালোবাসাই আমাদের শক্তি। ইনশাআল্লাহ রাষ্ট্র মেরামতের আন্দোলন সফল হবেই।