নিজস্ব প্রতিবেদক : বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে টঙ্গীতে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পরিচালনা করেছেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি ও গাজীপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সরকার জাবেদ আহাম্মেদ সুমন। শনিবার (১ নভেম্বর) বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৩ নং ওয়ার্ডের ঝিনু মার্কেট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় তিনি ঝিনু মার্কেটের বিভিন্ন ব্যবসায়ী, অটোরিকশা চালক ও সাধারণ জনগণের হাতে রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট তুলে দেন এবং বিএনপি ঘোষিত কর্মসূচির তাৎপর্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করেন। বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও কর্মসূচিতে উপস্থিত থেকে নেতা-কর্মীদের উজ্জীবিত করেন সরকার জাবেদ আহাম্মেদ সুমন। তিনি বলেন, আমাদের আন্দোলন কোনো আবহাওয়ার ওপর নির্ভরশীল নয়। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের জন্য আমরা মাঠে আছি বৃষ্টি, ঝড় বা প্রতিবন্ধকতা আমাদের থামাতে পারবে না। তিনি আরও বলেন, জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা থেকেই আমরা মাঠে নেমেছি। এই ৩১ দফা শুধু বিএনপির নয়, এটি দেশের প্রতিটি নাগরিকের মুক্তি ও পরিবর্তনের রূপরেখা। লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক, সিরাজুল ইসলাম সাথী, মহসিন গাজী, মারফত আলী, জিকু, হাবিবউল্লাহ, নাহিদ, মজমুন, সবিরুলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃষ্টি ভেজা বিকেলেও নেতা-কর্মীদের উৎসাহ ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। স্থানীয় সাধারণ মানুষও তাদের এই কর্মসূচিকে মানুষের কথা বলার আন্দোলন হিসেবে দেখছেন। সরকার জাবেদ আহাম্মেদ সুমন বলেন, রাষ্ট্র মেরামতের এই কর্মসূচি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। আমরা চাই একটি জবাবদিহিমূলক সরকার, ন্যায়ভিত্তিক অর্থনীতি ও সুশাসন প্রতিষ্ঠা। এজন্য ঘরে ঘরে বিএনপির বার্তা পৌঁছে দিতে আমরা কাজ করছি। তিনি আরও যোগ করেন,আজকের এই বৈরী আবহাওয়াতেও টঙ্গীবাসী আমাদের সঙ্গে ছিল এটাই প্রমাণ করে, জনগণ পরিবর্তন চায়। বৈরী আবহাওয়া উপেক্ষা করে গণসংযোগে নামা এই কর্মসূচি টঙ্গী জুড়ে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মাঠে ধারাবাহিক উপস্থিতি ও জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ সরকার জাবেদ আহাম্মেদ সুমনের রাজনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করছে। লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।