নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে ক্লুলেস ও চাঞ্চল্যকর রনি হত্যা মামলার দীর্ঘদিনের প্রধান পলাতক আসামি ফাহাদ সরকার টুটুল (৩১)-কে বিশেষ অভিযানে গ্রেফতার করেছে র্যাব-১। র্যাবের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার (১ নভেম্বর ২০২৫) দুপুরে গাজীপুর সদর থানাধীন মনুরখোলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল, একটি চাইনিজ ফোল্ডিং নাইফ ও নগদ ৫৭০ টাকা উদ্ধার করা হয়। গত ২৯ আগস্ট ২০২৪ তারিখ সকালে গাজীপুর সদর থানার পুলিশ শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে থেকে একটি অজ্ঞাতনামা মৃতদেহ উদ্ধার করে। পরে ভিকটিমের স্ত্রী মোছাঃ সাবিনা আক্তার (৩৯) হাসপাতালে উপস্থিত হয়ে মৃতদেহটি তার স্বামী রনি হিসেবে শনাক্ত করেন। পরিবারের দাবি, একই তারিখের সকাল ১০টা থেকে রাত ১০টার মধ্যে কোনো এক সময় অজ্ঞাতনামা আসামিরা রনিকে হত্যা করে এবং হত্যার রহস্য আড়াল করার জন্য মৃতদেহটি হাসপাতালের জরুরি বিভাগের বারান্দায় ফেলে পালিয়ে যায়। ভিকটিমের পিঠ, ঘাড় ও উরুতে আঘাতের চিহ্ন পাওয়া যায় বলে জানায় পরিবার। ঘটনার পরদিন ৩১ আগস্ট ২০২৪ তারিখে ভিকটিমের স্ত্রী সাবিনা আক্তার বাদী হয়ে গাজীপুর সদর থানায় একটি হত্যা মামলা (নং-২০, ধারা: ৩০২/২০১/৩৪ পেনাল কোড) দায়ের করেন। ঘটনাটি গণমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং এলাকায় চাঞ্চল্যের জন্ম দেয়। রনি হত্যা মামলার আসামিদের গ্রেফতারে র্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের স্পেশালাইজড কোম্পানি তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে অভিযান শুরু করে। এর ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে মনুরখোলা এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি ফাহাদ সরকার টুটুলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।