পেশাদার সাংবাদিকতা চর্চায় টঙ্গী রিপোর্টার্স ক্লাব অগ্রণী ভূমিকা রাখছে
নিজস্ব প্রতিবেদক : গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী ৫৩ নং ওয়ার্ডের কাঁঠালদিয়া এলাকায় টঙ্গী রিপোর্টার্স ক্লাবের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) বিকেলে টঙ্গী রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. আব্দুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর তাঁতীদলের সভাপতি তাজুল ইসলাম বেপারী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দৈনিক বিজয়বাংলা টিভি’র সম্পাদক ও প্রকাশক ও টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি পীরজাদা মো. নোয়াব আলী, সঞ্চালনা করেন দৈনিক খবরপত্র পত্রিকার সাংবাদিক মো. বশির আলম, আলোচনা সভায় বক্তব্য রাখেন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি মো. অলিদুর রহমান অলি, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান শাহা, সাংগঠনিক সম্পাদক মো. আশিকুর রহমান, সাংবাদিক বি.এম. আশিকুর রহমান, কাজী আশরাফুল আলম প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের কোষাধ্যক্ষ মো. জাফর আলী, বিজয়বাংলা টিভি-এর ব্যবস্থাপনা সম্পাদক আব্দুল্লাহ আহমেদ পার্থ, ইনফু টিভি ও চ্যানেল ফাইভ-এর সাংবাদিক মোস্তাফিজুর রহমান, জিবিসি টিভি-এর শাকিল আল ফারুকী, সাংবাদিক লিমন, দৈনিক মুক্ত খবর-এর মিজানুর রহমান সবুজ, নারগিস আক্তার, মো. ফারুক, আশরাফুল শ্রাবনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক আবু রায়হান। পরে আমন্ত্রিত অতিথিদের ফুলেল তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।