নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারাদেশে রাজনৈতিক অঙ্গন এখন টনটনে উত্তেজনায় ভরপুর। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই মাঠে-ময়দানে বাড়ছে সম্ভাব্য প্রার্থীদের কর্মতৎপরতা ও প্রচার-প্রচারণা। এরই ধারাবাহিকতায় গাজীপুর-৬ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় রয়েছেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহাম্মেদ সুমন। দলের এই ত্যাগী ও পরীক্ষিত নেতার হাতকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন টঙ্গী পূর্ব থানা যুবদলের নেতা মোফাজ্জল উদ্দিন সরকার বিজয়। তিনি মাঠপর্যায়ে নেতা-কর্মীদের সংগঠিত করছেন, গণসংযোগ চালাচ্ছেন এবং সাধারণ মানুষের মাঝে দলের বার্তা পৌঁছে দিচ্ছেন নিরলসভাবে।মোফাজ্জল উদ্দিন সরকার বিজয় বলেন, ফ্যাসিবাদী সরকারের চোখ রাঙানোকে ভয় না করে দলের দুর্দিনে আমি সবসময় নেতাকর্মীদের পাশে থেকেছি। আমাদের নেতা সরকার জাবেদ আহাম্মেদ সুমনও দলের সংকটে লড়াই সংগ্রাম করে গেছেন, খোঁজখবর নিয়েছেন, পাশে থেকেছেন। দলের ত্যাগী, সৎ ও শিক্ষিত নেতৃত্বের স্বীকৃতি হিসেবে তিনি মনোনয়ন পাওয়ার যোগ্য। তিনি আরও বলেন, তবুও দল যাকে মনোনয়ন দিবে, তার পক্ষে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো, ধানের শীষের বিজয় নিশ্চিত করবো। তবে আমার বিশ্বাস সৎ, আদর্শবান ও মানবিক গুণসম্পন্ন নেতা হিসেবে সরকার জাবেদ আহাম্মেদ সুমনই বিএনপির প্রকৃত প্রতিনিধি। দীর্ঘ ১৮ বছর ধরে গাজীপুরের আসনগুলো আওয়ামী দখলে ছিলো। যদি দল সরকার জাবেদ আহাম্মেদ সুমনকে মনোনয়ন দেয়, তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন এবং গাজীপুর-৬ আসনকে উন্নয়নের মডেল হিসেবে রূপান্তর করবেন। টঙ্গী পূর্ব থানা যুবদলের এই নিবেদিতপ্রাণ নেতা জানান, তিনি দলের কর্মীদের সঙ্গে নিয়ে ইতোমধ্যেই তৃণমূল পর্যায়ে কাজ শুরু করেছেন এবং জনগণের মধ্যে বিএনপির বার্তা পৌঁছে দিতে নিরলসভাবে মাঠে রয়েছেন।নেতাকর্মীদের মতে, মোফাজ্জল উদ্দিন সরকার বিজয় শুধু একজন যুবদল নেতা নন তিনি টঙ্গীর রাজনীতিতে এক উদ্যমী সংগঠক, যিনি বিশ্বাস করেন ত্যাগীরাই দলের শক্তি। আর সেই শক্তির প্রতীক হয়ে গাজীপুর-৬ আসনে সরকার জাবেদ আহাম্মেদ সুমনের নেতৃত্বেই বিএনপির বিজয় সম্ভব।