নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।।চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম (সেবা'র) সার্বিক দিকনির্দেশনায় জেলার সকল ইউনিটে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় শনিবার (০২ নভেম্বর ২০২৫) বিকাল ৪টা ৫ মিনিটে ডিবি পুলিশের এসআই (নিঃ) জুম্মান খান ও এএসআই (নিঃ) মো. মোত্তালেব হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে জীবননগর থানাধীন উথলী বাজারপাড়া গ্রামস্থ দারুল উলুম নূরানী হাফেজিয়া মাদ্রাসার সামনে ইটের সলিং রাস্তায় অভিযান চালিয়ে মাদক কারবারি মো. মিন্টু আলী (৪৫), পিতা মো. খোরশেদ আলম, গ্রাম মৃগমারী, থানা জীবননগর, জেলা চুয়াডাঙ্গাকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে ২৫ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে জীবননগর থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানায়, মাদক নির্মূলে চুয়াডাঙ্গা জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫