• বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে গৃহবধূ হত্যা: ২৪ ঘণ্টার মধ্যেই র‍্যাবের যৌথ অভিযানে দুই সন্দিগ্ধ গ্রেফতার গুলশানে লেকের পাশে ছুরিকাঘাতে হত্যা : বিশেষ অভিযানে শিবচর থেকে মূল আসামি শামীম গ্রেপ্তার সাবেক স্ত্রীর মামলায় গ্রেপ্তার হিরো আলম সন্ধ্যায় পেলেন জামিন বাড্ডায় পিস্তল দিয়ে হত্যাকাণ্ডের প্রধান আসামি হৃদয় পটুয়াখালী থেকে গ্রেফতার সাংবাদিকতায় পরিবর্তনের ছোঁয়া : উত্তরায় অনুষ্ঠিত হলো ডিজিটাল মাল্টিমিডিয়া কর্মশালা ১৫ বছরের ময়লার স্তূপ ভেঙে পথ খুলে দিচ্ছেন দুলাল হোসেন : ৪৪ নং ওয়ার্ডে ‘সাত রং’ রাস্তার কাজে নতুন প্রাণ! দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি তোফাজ্জল, সম্পাদক আনোয়ার নির্বাচিত টঙ্গীতে মাটিচাপা নবজাতক জীবিত উদ্ধার: মা- বাবা গ্রেপ্তারের পর চাঞ্চল্যকর স্বীকারোক্তি টঙ্গী জাভান হোটেলে জমকালো আয়োজনে যোগ হলো ‘টমেটো রেস্তোরাঁ’ : গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত টঙ্গীতে আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা : এএসআই আহত, গ্রেপ্তার-৩

গাজীপুরে প্রবাসীর জমির দখল করে অবৈধ রাস্তা নির্মাণ, বাধা দিতে গেলে হামলার শিকার মালিক, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

grambarta / ২২ ভিউ
প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

পলাশ সরকার : গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া খণ্ড গ্রামে এক প্রবাসীর জমি অবৈধভাবে দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাধা দিতে গেলে ওই প্রবাসীর ওপর হামলা চালিয়ে গুরুতরভাবে আহত করার অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে আহত প্রবাসী স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, সৌদি আরবপ্রবাসী নোয়াখালীর বাসিন্দা ফারুক হোসেন দীর্ঘদিন ধরে বিদেশে কর্মরত। তার অনুপস্থিতির সুযোগে কেওয়া খালি গ্রামের কয়েকজন ব্যক্তি তার পৈতৃক ও ক্রয়কৃত জমিতে জোরপূর্বকভাবে রাস্তা নির্মাণ কাজ শুরু করে। অভিযোগ রয়েছে, রাস্তা নির্মাণের উদ্যোগটি সম্পূর্ণ তাদের নিজস্ব স্বার্থে নেওয়া হয়েছিল।সম্প্রতি দেশে ফিরে ফারুক হোসেন বিষয়টি জানতে পারেন। এরপর স্থানীয়দের নিয়ে তিনি অবৈধ নির্মাণে বাধা দিলে কয়েকজন দুষ্কৃতিকারী তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি আঘাতের ফলে তিনি গুরুতরভাবে আহত হন। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।আহত প্রবাসী জানান, তার অনুপস্থিতির সুযোগে জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণ করা হয়েছে। বাধা দেওয়ায় তাকে হত্যার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনার দ্রুত বিচার এবং সম্পত্তির নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান ভুক্তভোগী। এ ঘটনায় প্রবাসীর পরিবার শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগে স্থানীয় তসলিম ড্রাইভার, আলী হোসেন, মস্তু মিয়া, কামরুলসহ একাধিক ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগে জমি দখল ও হত্যার উদ্দেশ্যে হামলার কথা উল্লেখ রয়েছে। শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ পাওয়া গেছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং প্রবাসীর সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা হবে। এ ঘটনায় এলাকাবাসী গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, অথচ তাদের সম্পত্তি দেশে নিরাপদ নয়। প্রবাসীদের জানমাল ও সম্পত্তির সুরক্ষা নিশ্চিতে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। ভুক্তভোগী পরিবার এ বিষয়ে সংবাদ সম্মেলনও করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর