• সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
চুয়াডাঙ্গা জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন, ব্যাডমিন্টন টুর্নামেন্টে টানটান লড়াই টঙ্গীর ৪৭ নং ওয়ার্ডে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল দক্ষিণ আউচপাড়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মেগা ফাইনাল সিজন–১ মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খোরশেদ একাদশ জামানতের টাকা ফেরত না পেয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক টঙ্গী কলেজ গেট শাখায় গ্রাহকদের বিক্ষোভ র‌্যাব-১ এর সফল অভিযান : উত্তরা থেকে ছিনতাইকৃত লাইসেন্সকৃত শটগান ও গুলি শেরেবাংলা নগর থেকে উদ্ধার মাদকবিরোধী অভিযানে জীবননগরে ডিবির হাতে ৩২ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আলমডাঙ্গার ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার আলমডাঙ্গায় পুলিশের চেকপোস্টে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার ১১ দলীয় জোটে ২৫৩ আসনের সমঝোতা, ইসলামী আন্দোলনের সিদ্ধান্তে অপেক্ষায় জামায়াত জীবননগরে সেনা হেফাজতে থাকা অবস্থায় মৃত্যুবরণ করা বিএনপি নেতার দাফন সম্পন্ন

টঙ্গীতে ভিয়েলাটেক্স লিমিটেডে ইনসেন্টিভ গুজব ও শ্রমিক অসন্তোষে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা

grambarta / ৪৩ ভিউ
প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

পলাশ সরকার : গাজীপুরের টঙ্গীর খৈরতল সাতাইশ রোডে অবস্থিত ভিয়েলাটেক্স লিমিটেড (ভিয়েলাটেক্স গ্রুপ) শ্রমিকদের ইনসেন্টিভ বণ্টন নিয়ে সৃষ্টি হওয়া উত্তেজনা ও গুজবের জেরে সোমবার (৩ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে। শ্রম আইনের ২০০৬ এর ১৩(১) ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়। ভোর থেকেই কারখানার প্রধান ফটকে তালা ঝুলিয়ে নোটিশ টানিয়ে দেওয়া হলে শ্রমিকদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ দেখা দেয়। নোটিশে উল্লেখ করা হয়েছে, বিদেশি বায়ারের বরাদ্দ করা ইনসেন্টিভ নিয়ে কিছু শ্রমিকের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়, যা পরবর্তীতে অযৌক্তিক উত্তেজনায় রূপ নেয়। ব্যবস্থাপনার সঙ্গে আলোচনা ছাড়াই শ্রমিকদের একটি অংশ কাজ বন্ধ করে দিলে উৎপাদন বিঘ্নিত হয় এবং শ্রম পরিবেশ অস্থিতিশীল হয়ে পড়ে। নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না হওয়ায় শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নোটিশে জানানো হয়েছে। সকালে কাজে এসে তালা ঝুলতে দেখে হতভম্ব হয়ে পড়েন শ্রমিকরা। সকাল ৭টা ৫০ মিনিটের দিকে প্রায় তিন থেকে চার শতাধিক শ্রমিক কারখানার সামনে জড়ো হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শিল্প পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পরবর্তীতে শ্রমিকরা আশপাশের এলাকায় ছড়িয়ে অবস্থান নেন। পরিস্থিতি সম্পর্কে শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) সেলিম জানান, বর্তমানে অবস্থা শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে আছে। অন্যদিকে, গণমাধ্যমকর্মীরা অভিযোগ করেন, কারখানার ভেতরে প্রবেশে বাধা দেওয়ায় সরাসরি তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি। ঘটনার বিষয়ে জানতে কারখানার জেনারেল ম্যানেজারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য দিতে রাজি হননি। তবে এইচআর অ্যান্ড অ্যাডমিন কর্মকর্তা মাহবুব বলেন, এখানে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। অফিসে নিয়ম অনুযায়ী নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে প্রশাসন। প্রায় ২ হাজার ৬৫০ শ্রমিকের এই বৃহৎ গার্মেন্টস কারখানা বন্ধ থাকায় শ্রমিকদের কর্মসংস্থান ও আর্থিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। পরিস্থিতি স্থিতিশীল রাখতে শিল্প পুলিশ অতিরিক্ত ফোর্স মোতায়েন করে সতর্ক অবস্থানে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর