কালিমুল্লাহ ইকবাল: আব্দুল্লাহপুর টঙ্গী তুরাগ নদীর উপর নতুন সংযোগ সেতু নির্মাণ, আব্দুল্লাহপুর–টঙ্গী গাজীপুর অঞ্চলের ভগ্নপ্রায় সড়ক সংস্কার এবং দীর্ঘদিন ধরে চলমান মানবদুর্ভোগ নিরসনের দাবিতে মানববন্ধন করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) দুপুর ১২ টার সময় কমিশন (জাতীয় গণমাধ্যম কমিশন) কেন্দ্রীয় কমিটির আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এ.কে.এম আজিজুল হক, সাধারণ সম্পাদক মনির হোসেন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি কালিমুল্লাহ ইকবাল, সহ-সভাপতি মোঃ মুসলেহ উদ্দিন বাচ্চু (ঢাকা প্রেসক্লাব), মহিবুল্লাহ সোহেল, আন্তর্জাতিক সম্পাদক কামাল খান ,প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক,তানজিরুল এইচ,পরিবেশ বিষয়ক সম্পাদক আর.কে.রুবেল,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এম বিল্লাহ শিশির,সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক,সাইদুর রহমান, আজহার হুসাইন, সদস্য জুয়েল মিয়া, এবং মানবাধিকার কর্মী আসলাম মোরল, সাংবাদিক জাহাঙ্গীর আহমদ,সহ আরও অনেকে। বক্তারা একে একে এলাকার অবকাঠামোগত দুরবস্থার চিত্র তুলে ধরেন এবং অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। বক্তারা বলেন, টঙ্গী ও আব্দুল্লাহপুর অঞ্চলের মানুষের জীবন আজ দুর্ভোগের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ তুরাগ নদীর দুই পাড়ে যাতায়াত করেন। আগে নদীর উপর দুটি বেইলি ব্রিজ ছিল এর মধ্যে একটি ভেঙে পড়েছে, আরেকটি অত্যন্ত নাজুক অবস্থায় টিকে আছে। ফলে ওই একমাত্র সেতু দিয়ে প্রতিদিন লক্ষাধিক মানুষের চলাচল চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এর ফলে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও রোগীবাহী অ্যাম্বুলেন্স পর্যন্ত ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে টঙ্গী বাজারের প্রবেশদ্বার থেকে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা এখন জনজট, যানজট ও দুর্ঘটনার প্রধান কারণ। গর্তে ভরা রাস্তা, জমে থাকা পানি ও ধুলাবালির কারণে ভারী যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যার ফলে ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে এবং সাধারণ মানুষের নিত্যদিনের চলাফেরা কষ্টসাধ্য হয়ে উঠেছে। বক্তারা আরও বলেন, একদিকে রাস্তার জনজট, অন্যদিকে তুরাগ নদীর উপর পর্যাপ্ত সংযোগ সেতুর অভাব সব মিলিয়ে আব্দুল্লাহপুর টঙ্গী গাজীপুর অঞ্চল কার্যত অচলাবস্থায় রয়েছে। তারা প্রশ্ন তোলেন, রাজধানীর পাশে অবস্থিত এত গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল কীভাবে এতদিন অবহেলিত থাকতে পারে! মানববন্ধনে বক্তারা জোর দিয়ে বলেন, দ্রুত নতুন সংযোগ সেতু নির্মাণ, পুরনো সেতুর সংস্কার, এবং আব্দুল্লাহপুর–টঙ্গী গাজীপুর প্রধান সড়কসমূহের জরুরি পুনর্নির্মাণ এখন সময়ের দাবি। একই সঙ্গে তারা অস্থায়ী টয়লেট স্থাপন, চুরি-ছিনতাই রোধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ, পর্যাপ্ত লাইটিং ও সিসি ক্যামেরা স্থাপন, আইন-শৃঙ্খলা বাহিনীর টহল বৃদ্ধি, ঢাকা ও গাজীপুর সিটি কর্পোরেশনের সমন্বিত উদ্যোগ, এবং বর্ষা ব্যতীত ধুলাবালি প্রতিরোধে পানি ছিটানোর ব্যবস্থা করার আহ্বান জানান। বক্তাদের মতে, মানুষের মৌলিক চলাচল ও নিরাপত্তা নিশ্চিত না হলে উন্নয়নের যাত্রা অসম্পূর্ণ থেকে যাবে। তাই তারা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন, সড়ক ও জনপথ বিভাগ এবং স্থানীয় প্রশাসনের প্রতি অনুরোধ জানান মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করতে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে, নইলে দুর্ভোগ আরও বেড়ে যাবে।