°থানা সংলগ্ন এলাকায় প্রতিনিয়ত যানজট।
°অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল।
°যাত্রী ও চালকের মধ্যে ঝগড়া-বিবাদ।
°ট্রাফিক ব্যবস্থাপনার অভাব।
°জনদুর্ভোগ ও পরিবেশের বিশৃঙ্খলা বৃদ্ধি।
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গী পূর্ব থানার সামনে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট ও বিশৃঙ্খল পরিস্থিতি। অটো, রিকশা, ভ্যানসহ বিভিন্ন যানবাহনের এলোমেলো চলাচল ও অব্যবস্থাপনার কারণে এলাকাটিতে সাধারণ মানুষকে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। প্রতিদিন সকালে অফিসগামী মানুষ থেকে শুরু করে শিক্ষার্থীদেরও ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয় রাস্তায়। স্থানীয়রা জানান, অটোরিকশার অবাধ চলাচল, যাত্রী তুলতে থেমে থাকা গাড়ি ও ফুটপাত দখল এসবের কারণে যান চলাচল স্বাভাবিক রাখা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এলাকার একজন ব্যবসায়ী বলেন, প্রতিদিনই এই রাস্তা দিয়ে যাওয়া মানে যেন মানসিক কষ্ট নেওয়া। পুলিশ থানার সামনে থেকেও যদি এমন বিশৃঙ্খলা থাকে, তাহলে অন্য জায়গার কথা ভাবাই যায় না। চালক ও যাত্রীদের মধ্যে প্রায়ই বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটছে, যা স্থানীয় পরিবেশকেও অশান্ত করে তুলছে। এতে শুধু জনদুর্ভোগই বাড়ছে না, বরং টঙ্গী পূর্ব থানার আশেপাশের সুশৃঙ্খল পরিবেশও নষ্ট হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, সড়কে কোনো ট্রাফিক ব্যবস্থাপনা বা নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা না থাকায় পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে। তারা দ্রুত এই সমস্যা সমাধানে ট্রাফিক পুলিশ ও প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন। স্থানীয়দের দাবি টঙ্গী পূর্ব থানার সামনে নিয়মশৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে দ্রুত ট্রাফিক ব্যবস্থাপনা শক্তিশালী করা ও অবৈধ পার্কিং বন্ধ করতে হবে।