ছিনতাই চলাকালে টঙ্গী থেকে যুবক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা এলাকায় ছিনতাইয়ের সময় হাতেনাতে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব-১। এসময় তার কাছ থেকে ছিনতাই হওয়া একটি আইফোন এক্সএস (iPhone XS) উদ্ধার করা হয়। র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ বিকেল আনুমানিক ৪টা ১০ মিনিটে (৪.১০ ঘটিকায়) র্যাব-১ এর একটি আভিযানিক দল জিএমপি টঙ্গী পূর্ব থানাধীন মাছিমপুর ইজতেমা মাঠের পূর্ব পাশে পুলিশ বক্সের সামনে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ভুক্তভোগী সাবা (১৯), পিতা মাহফুজ আলম রানা, পল্লবী, ডিএমপি ঢাকা-এর কাছ থেকে মোবাইল ফোন ছিনতাইয়ের সময় কাউছার আহমেদ (২৫), পিতা মৃত আক্কাছ আলী, গ্রাম–জদারারচর, থানা–ভাঙ্গা, জেলা–ফরিদপুর-কে হাতেনাতে আটক করা হয়। র্যাব জানায়, গ্রেফতারের সময় আসামির কাছ থেকে ছিনতাই করা iPhone XS উদ্ধার করা হয়। র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, খুন, অস্ত্র ও মাদক উদ্ধার, ছিনতাই এবং প্রতারণা দমনসহ আইনশৃঙ্খলা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও কিশোর গ্যাং সংশ্লিষ্ট অপরাধীদেরও নিয়মিত আইনের আওতায় আনা হচ্ছে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।