আরিফ হোসেন হাওলাদার এর ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক : গাজীপুর-৬ আসনটি নবগঠিত হলেও সবসময় রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকা। এই আসনের জনগণ বহুদিন ধরেই এমন একজন নেতার অপেক্ষায়, যিনি সৎ, ত্যাগী, নির্ভীক ও জনগণের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত। মাঠ পর্যায়ে ঘুরে এবং সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে স্পষ্ট হয়েছে তাদের সেই প্রত্যাশার নাম আরিফ হোসেন হাওলাদার। স্থানীয় এক বাসিন্দা বলেন আমি একজন সাধারণ মানুষ হিসেবে গাজীপুর-৬ আসনের বিভিন্ন গ্রাম, হাট-বাজার ও চা দোকানে মানুষের সঙ্গে কথা বলেছি। সবাই একবাক্যে বলেছেন, আমরা এমন একজন নেতাকে চাই, যার কাছে যেতে ভয় লাগে না, যিনি আমাদের পাশে থাকেন সুখে–দুঃখে। আর সেই নাম এসেছে বারবার আরিফ হোসেন হাওলাদার। স্থানীয়দের ভাষায়, তার নামে কোনো অভিযোগ নেই, তিনি সবার সঙ্গে সহজভাবে মিশে যান, ভালোবাসেন সাধারণ মানুষকে। রাজনৈতিক বিশ্লেষক ও স্থানীয় নেতাকর্মীদের মতে, গাজীপুর-৬ আসনে বিএনপি যদি আরিফ হোসেন হাওলাদারকে মনোনয়ন দেয়, তাহলে জনগণের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে। অন্যদিকে, তাকে উপেক্ষা করা হলে তৃণমূল পর্যায়ে হতাশা দেখা দিতে পারে। আরিফ হোসেন হাওলাদার বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একজন ক্লিন ইমেজের নেতা, যিনি দীর্ঘদিন ধরে দলের কঠিন সময়েও তৃণমূলে কাজ করে গেছেন। জনগণ বিশ্বাস করে যদি তিনি গাজীপুর-৬ আসনের সংসদ সদস্য হন, তাহলে এলাকার উন্নয়ন ও জনসেবায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। সার্বিকভাবে বলা যায়, গাজীপুর-৬ আসনে জনগণের পছন্দের নেতা এখন একটাই নাম আরিফ হোসেন হাওলাদার।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫