• বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে গৃহবধূ হত্যা: ২৪ ঘণ্টার মধ্যেই র‍্যাবের যৌথ অভিযানে দুই সন্দিগ্ধ গ্রেফতার গুলশানে লেকের পাশে ছুরিকাঘাতে হত্যা : বিশেষ অভিযানে শিবচর থেকে মূল আসামি শামীম গ্রেপ্তার সাবেক স্ত্রীর মামলায় গ্রেপ্তার হিরো আলম সন্ধ্যায় পেলেন জামিন বাড্ডায় পিস্তল দিয়ে হত্যাকাণ্ডের প্রধান আসামি হৃদয় পটুয়াখালী থেকে গ্রেফতার সাংবাদিকতায় পরিবর্তনের ছোঁয়া : উত্তরায় অনুষ্ঠিত হলো ডিজিটাল মাল্টিমিডিয়া কর্মশালা ১৫ বছরের ময়লার স্তূপ ভেঙে পথ খুলে দিচ্ছেন দুলাল হোসেন : ৪৪ নং ওয়ার্ডে ‘সাত রং’ রাস্তার কাজে নতুন প্রাণ! দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি তোফাজ্জল, সম্পাদক আনোয়ার নির্বাচিত টঙ্গীতে মাটিচাপা নবজাতক জীবিত উদ্ধার: মা- বাবা গ্রেপ্তারের পর চাঞ্চল্যকর স্বীকারোক্তি টঙ্গী জাভান হোটেলে জমকালো আয়োজনে যোগ হলো ‘টমেটো রেস্তোরাঁ’ : গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত টঙ্গীতে আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা : এএসআই আহত, গ্রেপ্তার-৩

গাজীপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী : সাংবাদিকদের কারণে পার্শ্ববর্তী দেশের গুজব অনেকটা কমেছে

grambarta / ৫৩ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

সত্য সংবাদ প্রকাশই মিথ্যা প্রচারের সবচেয়ে বড় প্রতিরোধ : স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক : সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশের কারণে দেশের সাংবাদিকদের প্রশংসা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, পার্শ্ববর্তী দেশ অনেক সময় নানা গুজব রটায়। তবে আপনারা (সাংবাদিকেরা) সত্য প্রকাশ করায় তাদের গুজব অনেকটা কমেছে। ভবিষ্যতেও যদি তারা মিথ্যা তথ্য ছড়ায়, আপনারা সঠিক মাধ্যমে সেটি প্রতিহত করবেন। বুধবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, দুষ্কৃতকারীরা অনেক কিছু বলবে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনগুলো যেন কোনো কার্যক্রম চালাতে না পারে, সে জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সতর্ক করে বলেন, যারা জামিনে মুক্তি পেয়েছে, তারা যদি পুনরায় অন্যায় কাজে জড়ায়, তাদের সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে। নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও বাহিনীগুলোর সঙ্গে মতবিনিময় সভা করা হয়েছে। জনগণ যখন নির্বাচনমুখী হবে, তখন সব অপপ্রচার ও গুজব ব্যর্থ হবে। তিনি আরও যোগ করেন, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী, নির্বাচন কমিশন এবং প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায় একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব হবে। সভায় উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিজা আরেফিন, মহানগর পুলিশের কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জাহিদুল হাসান, পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক, কারা কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর