• বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে গৃহবধূ হত্যা: ২৪ ঘণ্টার মধ্যেই র‍্যাবের যৌথ অভিযানে দুই সন্দিগ্ধ গ্রেফতার গুলশানে লেকের পাশে ছুরিকাঘাতে হত্যা : বিশেষ অভিযানে শিবচর থেকে মূল আসামি শামীম গ্রেপ্তার সাবেক স্ত্রীর মামলায় গ্রেপ্তার হিরো আলম সন্ধ্যায় পেলেন জামিন বাড্ডায় পিস্তল দিয়ে হত্যাকাণ্ডের প্রধান আসামি হৃদয় পটুয়াখালী থেকে গ্রেফতার সাংবাদিকতায় পরিবর্তনের ছোঁয়া : উত্তরায় অনুষ্ঠিত হলো ডিজিটাল মাল্টিমিডিয়া কর্মশালা ১৫ বছরের ময়লার স্তূপ ভেঙে পথ খুলে দিচ্ছেন দুলাল হোসেন : ৪৪ নং ওয়ার্ডে ‘সাত রং’ রাস্তার কাজে নতুন প্রাণ! দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি তোফাজ্জল, সম্পাদক আনোয়ার নির্বাচিত টঙ্গীতে মাটিচাপা নবজাতক জীবিত উদ্ধার: মা- বাবা গ্রেপ্তারের পর চাঞ্চল্যকর স্বীকারোক্তি টঙ্গী জাভান হোটেলে জমকালো আয়োজনে যোগ হলো ‘টমেটো রেস্তোরাঁ’ : গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত টঙ্গীতে আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা : এএসআই আহত, গ্রেপ্তার-৩

উত্তরায় র‌্যাব-১ এর অভিযানে ৯৯৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

grambarta / ৫৮ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে ৯৯৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১। র‌্যাব সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে। বর্তমানে মাদকাসক্তরা ইয়াবার বিকল্প হিসেবে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবন শুরু করায় এই বিপজ্জনক মাদকটির ব্যবহার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে কিশোর গ্যাং, ছিনতাইসহ নানা অপরাধে জড়িতদের সংখ্যা বাড়ছে বলে র‌্যাব জানায়। র‌্যাব-১ এর একটি আভিযানিক দল ৪ নভেম্বর ২০২৫ তারিখে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উত্তরা পূর্ব থানা এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে মজুত করেছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।গ্রেফতারকৃতরা হলেন রনি ঘোষ (৩৬), পিতা মৃত রমেশ ঘোষ, গ্রাম ব্রাহ্মণকিত্তা, থানা কেরানীগঞ্জ, জেলা ঢাকা। মোঃ তামিম ইকবাল (২৭), পিতা মৃত আবুল বাশার, গ্রাম হোসেন মার্কেট, এরশাদ নগর, হাকিম ভিলা, ব্লক নং–৪, ওয়ার্ড নং–৪৯, থানা টঙ্গী পূর্ব, জিএমপি, গাজীপুর। তাদের কাছ থেকে ৯৯৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণী ২৯(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর