নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে ৯৯৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১। র্যাব সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে। বর্তমানে মাদকাসক্তরা ইয়াবার বিকল্প হিসেবে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবন শুরু করায় এই বিপজ্জনক মাদকটির ব্যবহার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে কিশোর গ্যাং, ছিনতাইসহ নানা অপরাধে জড়িতদের সংখ্যা বাড়ছে বলে র্যাব জানায়। র্যাব-১ এর একটি আভিযানিক দল ৪ নভেম্বর ২০২৫ তারিখে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উত্তরা পূর্ব থানা এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে মজুত করেছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।গ্রেফতারকৃতরা হলেন রনি ঘোষ (৩৬), পিতা মৃত রমেশ ঘোষ, গ্রাম ব্রাহ্মণকিত্তা, থানা কেরানীগঞ্জ, জেলা ঢাকা। মোঃ তামিম ইকবাল (২৭), পিতা মৃত আবুল বাশার, গ্রাম হোসেন মার্কেট, এরশাদ নগর, হাকিম ভিলা, ব্লক নং–৪, ওয়ার্ড নং–৪৯, থানা টঙ্গী পূর্ব, জিএমপি, গাজীপুর। তাদের কাছ থেকে ৯৯৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। র্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণী ২৯(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।