• বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে গৃহবধূ হত্যা: ২৪ ঘণ্টার মধ্যেই র‍্যাবের যৌথ অভিযানে দুই সন্দিগ্ধ গ্রেফতার গুলশানে লেকের পাশে ছুরিকাঘাতে হত্যা : বিশেষ অভিযানে শিবচর থেকে মূল আসামি শামীম গ্রেপ্তার সাবেক স্ত্রীর মামলায় গ্রেপ্তার হিরো আলম সন্ধ্যায় পেলেন জামিন বাড্ডায় পিস্তল দিয়ে হত্যাকাণ্ডের প্রধান আসামি হৃদয় পটুয়াখালী থেকে গ্রেফতার সাংবাদিকতায় পরিবর্তনের ছোঁয়া : উত্তরায় অনুষ্ঠিত হলো ডিজিটাল মাল্টিমিডিয়া কর্মশালা ১৫ বছরের ময়লার স্তূপ ভেঙে পথ খুলে দিচ্ছেন দুলাল হোসেন : ৪৪ নং ওয়ার্ডে ‘সাত রং’ রাস্তার কাজে নতুন প্রাণ! দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি তোফাজ্জল, সম্পাদক আনোয়ার নির্বাচিত টঙ্গীতে মাটিচাপা নবজাতক জীবিত উদ্ধার: মা- বাবা গ্রেপ্তারের পর চাঞ্চল্যকর স্বীকারোক্তি টঙ্গী জাভান হোটেলে জমকালো আয়োজনে যোগ হলো ‘টমেটো রেস্তোরাঁ’ : গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত টঙ্গীতে আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা : এএসআই আহত, গ্রেপ্তার-৩

গাজীপুরে অস্ত্রসহ সাবেক ছাত্রদল নেতা এনামুল হক মোল্লা ও তার সাত সহযোগী গ্রেফতার : উদ্ধার পিস্তল-ওয়াকিটকি

grambarta / ৬৫ ভিউ
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে অস্ত্র ও সরঞ্জামসহ বরমী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মোল্লা (৪৮) ও তার সাত সহযোগীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত আড়াইটা থেকে ভোর সাড়ে ৫টা পর্যন্ত বরমী ইউনিয়নের বরকুল গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামের মৃত আবদুল আহাদের ছেলে এনামুল হক মোল্লা, তার সহযোগী শওকত মীর, জাহিদ, মোস্তফা, সিদ্দিক, বুলবুল ও তোফাজ্জল। অভিযানের বিবরণে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী প্রথমে এনামুল হকের নিজ বাড়িতে অভিযান চালায়। পরে তার দেওয়া তথ্যে বরমী ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তার সহযোগীদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি পিস্তল, তিনটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, চারটি ওয়াকিটকি, দুটি ইলেকট্রিক শর্ট মেশিন, একটি হ্যামার নেল গান ও একটি চাকু উদ্ধার করা হয়। অভিযান পরিচালনাকারী শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জুনায়েদ বলেন, এনামুল হক মোল্লা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশে-বিদেশে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে এবং তার সহযোগীদের গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, এনামুল হক মোল্লা একসময় বরমী এলাকায় ত্রাসের রাজত্ব চালাতেন। তার নামে একাধিক মামলা থাকায় নাম পরিবর্তন করে ‘আব্দুল্লাহ আল মামুন’ নামে ২০১৭ সালে সৌদি আরবে পালিয়ে যান। ২০২৪ সালের ৫ আগস্ট তিনি দেশে ফেরেন এবং হেলিকপ্টারে করে নিজ গ্রামে আসেন। দেশে ফেরার পর থেকে তিনি ‘মক্কা মেসফালাহ সৌদি আরব বিএনপির সভাপতি’ পরিচয়ে এলাকায় রাজনৈতিক তৎপরতা শুরু করেন এবং গাজীপুর-৩ (শ্রীপুর ও সদরের অংশ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে প্রচারণা চালান। বিএনপি নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের সম্ভাব্য প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, এনামুল হক মোল্লা একজন চিহ্নিত সন্ত্রাসী। তার সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে ২০০১ সালেই তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। সে পরে বিদেশে পালিয়ে যায় এবং এখন আবার রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছিল। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর