নিজস্ব প্রতিবেদক : মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস (৭ নভেম্বর) উপলক্ষে টঙ্গী তথা গাজীপুরবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ন আহবায়ক ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল। এই উপলক্ষে এক বার্তায় তিনি বলেন, ৭ নভেম্বর ১৯৭৫ সালের সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। এদিনই আধিপত্যবাদ, স্বৈরশাসন ও একদলীয় শাসনের বিরুদ্ধে মুক্তিকামী জনতা ঐক্যবদ্ধ হয়েছিল। নাজমুল হোসেন মন্ডল আরও বলেন,৭ নভেম্বরের বিপ্লবের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষা পেয়েছিল, জাতীয় স্বাধীনতা পুনরুদ্ধার হয়েছিল এবং জাতির মাঝে গণতন্ত্রের নতুন সূচনা ঘটেছিল। রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে দেশ নতুনভাবে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। তিনি বলেন, স্বাধীনতাত্তোর সময়ে কিছু গোষ্ঠী দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু সিপাহী ও জনতার অদম্য প্রতিরোধ সেই অগণতান্ত্রিক শক্তিকে পরাজিত করেছিল। টঙ্গী পূর্ব থানা যুবদলের এই নেতা আরও বলেন, ৭ নভেম্বরের চেতনা আমাদের সাহস ও অনুপ্রেরণার উৎস। আজও আমাদের গণতন্ত্র ও স্বাধীনতাকে রক্ষা করতে হলে জাতীয়তাবাদী চেতনায় ঐক্যবদ্ধ থাকতে হবে। নাজমুল হোসেন মণ্ডল টঙ্গী ও গাজীপুরসহ সারাদেশের জনগণের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বলেন, আসুন, আমরা সবাই মিলে ৭ নভেম্বরের আদর্শ ও চেতনায় উজ্জীবিত হয়ে একটি সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫