নিজস্ব প্রতিবেদক : মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস (৭ নভেম্বর) উপলক্ষে উদীয়মান তরুণ রাজনীতিক ও টঙ্গী পূর্ব থানা যুবদলের নেতা মোফাজ্জল উদ্দিন সরকার বিজয় গাজীপুরসহ সমগ্র দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লব কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি ছিল বাংলাদেশের জাতীয় ইতিহাসে মোড় পরিবর্তনকারী এক অবিস্মরণীয় অধ্যায়। এ দিনই আধিপত্যবাদবিরোধী জাতীয়তাবাদী রাজনীতির সূচনা হয় এবং দেশের স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুজ্জীবিত হয়। মোফাজ্জল উদ্দিন সরকার বিজয় আরও বলেন, স্বাধীনতাত্তোর পর কিছু গোষ্ঠী ব্যক্তিস্বার্থে দেশের গণতন্ত্রকে হরণ করেছিল। জনগণের বাক ও মত প্রকাশের স্বাধীনতা ছিল রুদ্ধ। তবে ৭ নভেম্বরের সিপাহী-জনতার ঐক্যবদ্ধ আন্দোলন সেই অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে জেগে উঠেছিল, যা রাজপথে দেশপ্রেম ও সাহসিকতার এক চিরন্তন দৃষ্টান্ত স্থাপন করে। তিনি আরও বলেন, রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র অর্গলমুক্ত হয়। জনগণ ফিরে পায় বাকস্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার। কিন্তু ১৯৮১ সালে শহীদ জিয়াকে হত্যার মধ্য দিয়ে আধিপত্যবাদী শক্তি পুনরায় দেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে হুমকির মুখে ফেলে। এই তরুণ যুবদল নেতা বলেন, আজও ৭ নভেম্বরের চেতনা আমাদের অনুপ্রেরণার উৎস। এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশের সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী গণতন্ত্র নির্মাণে কাজ করতে হবে। বিজয় আশা প্রকাশ করেন, ৭ নভেম্বরের বিপ্লবী চেতনা আমাদের গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের পথপ্রদর্শক হয়ে থাকবে। আসুন, আমরা সবাই মিলে জাতির সার্বভৌমত্ব, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হই। শেষে তিনি গাজীপুরবাসীসহ সমগ্র দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা ও মূল্যবোধে সকলকে উদ্দীপ্ত থাকার আহ্বান জানান।