নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গী মিলগেট এলাকায় শনিবার (৮ নভেম্বর) সকালে একটি তুলার গুদাম ও পার্শ্ববর্তী কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ করে গুদামে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকা ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়, অনেকে নিরাপদ স্থানে আশ্রয় নেন। ঘটনার খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসসহ আশপাশের স্টেশন থেকে মোট ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। চার ঘণ্টার প্রচেষ্টার পর দুপুর আড়াইটা পর্যন্ত আগুন আংশিক নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর প্রথমে তুলার গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয় এবং আশপাশের ভবনগুলোও ঝুঁকির মুখে পড়ে।টঙ্গী ফায়ার সার্ভিসের মুখপাত্র শাহিন আলম বলেন, গুদামে তুলা ও দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা অত্যন্ত বেশি হওয়ায় নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে। আমাদের সদস্যরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি আরও জানান, আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে এবং আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর তদন্ত করে ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ নির্ধারণ করা হবে। এদিকে, আগুনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে ছুটে যান গাজীপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সালাউদ্দিন সরকার, রাকিব উদ্দিন সরকার পাপ্পু, ড. হাফিজুর রহমান ও আরিফ হোসেন হাওলাদার। তাঁরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং এই বিপর্যয়ে গভীর দুঃখ ও সহমর্মিতা প্রকাশ করেন। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে থেকে নিরাপত্তা ও উদ্ধার কাজ অব্যাহত রেখেছেন। তবে আগুন ধরার কারণ এখনও চূড়ান্তভাবে নির্ধারণ হয়নি। প্রাথমিক ধারণায় এটি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুনে পোড়ার সময় গুদামে তুলা তৈরির কাঁচামাল, তৈরি তুলা, আসবাব ও মেশিনপত্র পুড়ে গেছে বলেও স্থানীয় সূত্রে জানাগেছে। ঘটনার সময় এলাকায় পানি সংকট ছিল প্রত্যক্ষদর্শীদের মতে, আশপাশে পানির অভাব ছিল যা আগুন নিয়ন্ত্রণে ধীরতা তৈরি করেছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫