নিজস্ব প্রতিবেদক : টঙ্গীর ৪৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক মৃধা (ভট্রু) সহ ৪৬ নং ওয়ার্ডের সকল মৃত্যু ব্যাক্তির স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বাদ এশা টঙ্গীর কলাবাগান আনসার ক্যাম্প সংলগ্ন এলাকায় ৪৬ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী আল মুনসুর টুটুলের উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দোয়ার মাধ্যমে মরহুম ফজলুল হক মৃধা সহ সকল মৃত্যু ব্যাক্তির রূহের মাগফিরাত কামনা করা হয়। আলোচনা সভায় আল মুনসুর টুটুল বলেন, ফজলুল হক মৃধা ভাই ছিলেন আমাদের প্রেরণার উৎস। তিনি ছিলেন সাহসী, নিবেদিত ও ত্যাগী নেতা। সংগঠনের প্রতি তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা তাঁর অসমাপ্ত স্বপ্ন পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। তিনি যে গণমানুষের রাজনীতি করতেন, আমরা সেই রাজনীতির ধারক-বাহক হিসেবে কাজ করব ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, ফজলুল হক মৃধা ছিলেন ৪৬ নং ওয়ার্ড বিএনপি পরিবারের একজন অভিভাবকসুলভ মানুষ। তাঁর মৃত্যুর মাধ্যমে আমরা একজন নির্ভরযোগ্য নেতাকে হারিয়েছি, যাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। আলোচনা ও দোয়া মাহফিল শেষে উপস্থিত পাঁচ শতাধিক নেতাকর্মী ও এলাকাবাসীর মাঝে তবারক বিতরণ করা হয়। উল্লেখ্য, গত ৪ অক্টোবর বিএনপির এই নিবেদিতপ্রাণ নেতা ফজলুল হক মৃধা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।