নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭ নম্বর ওয়ার্ডে আসন্ন কাউন্সিলর নির্বাচনে নতুন উদ্যম ও সেবার মনোভাব নিয়ে আলোচনায় উঠেছেন টঙ্গী পূর্ব থানা যুবদল নেতা মোফাজ্জল উদ্দিন সরকার বিজয়। ইতোমধ্যে তিনি ওয়ার্ডবাসীর বিভিন্ন নাগরিক সমস্যার সমাধানে নিজ হাতে কাজ করে সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছেন। সম্প্রতি মশা নিধন কার্যক্রমে তিনি নিজেই স্প্রে মেশিন কাঁধে নিয়ে বিভিন্ন গলি ও মহল্লায় স্প্রে করতে দেখা গেলে এলাকার মানুষের মধ্যে দারুণ সাড়া পড়ে। তরুণ এই নেতার এ উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচিত হয়। স্থানীয় বাসিন্দারা জানান, বিজয় সরকার রাজনীতি করলেও তিনি প্রথমে একজন সেবক। এলাকায় ড্রেনেজ সমস্যা, রাস্তার খানাখন্দ, মশার উপদ্রব সব কিছুর সমাধানে তিনি নিজের উপস্থিতি নিশ্চিত করেন। মোফাজ্জল উদ্দিন সরকার বিজয় বলেন,রাজনীতি মানে শুধু ক্ষমতা নয় জনগণের সেবা ও সমস্যার সমাধানই আসল রাজনীতি। আমি চাই টঙ্গীর ৫৭ নম্বর ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও উন্নত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে। জনগণ পাশে থাকলে তা সম্ভব। তিনি আরও জানান, ওয়ার্ডের দীর্ঘদিনের অবহেলিত এলাকা গুলোতে ড্রেন সংস্কার, স্ট্রিট লাইট স্থাপন, তরুণদের জন্য ক্রীড়া ও শিক্ষামূলক উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করেছেন। ওয়ার্ডের তরুণ ও বয়স্ক ভোটাররা বলছেন বিজয় ভাইয়ের মতো কর্মঠ ও তরুণ নেতৃত্ব এখন সময়ের দাবি। তিনি মাঠে থেকে কাজ করেন, কথায় নয় কাজে বিশ্বাস করেন। সর্বমোটে, মানুষের হৃদয় জয় করে এগিয়ে যাচ্ছেন মোফাজ্জল উদ্দিন সরকার বিজয়। টঙ্গী পূর্ব থানা এলাকায় রাজনীতিতে তিনি এখন এক উদীয়মান তরুণ জননেতা, যাকে নিয়ে ওয়ার্ডজুড়ে চলছে আলোচনা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫