নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০ (চল্লিশ) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা'র সার্বিক দিকনির্দেশনায় জেলার সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল, ওসি সৌমিত্র সাহার নেতৃত্বে এএসআই (নিঃ) মোঃ আবু আল ইমরান ও সঙ্গীয় ফোর্সসহ শনিবার (৮ নভেম্বর ২০২৫) বিকাল ৪টা ৫ মিনিটে দর্শনা থানার বেগমপুর ফুলতলা তিন রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করে। অভিযানে মেহেদী হাসান বিপ্লব (১৯) নামের এক যুবককে গ্রেফতার করা হয়। তিনি চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার উথলী গ্রামের নূর আলমের ছেলে । তার হেফাজত থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫