নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। জানাগেছে, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা–এর সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট একযোগে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় শনিবার (৯ নভেম্বর ২০২৫) বিকেল ৩টা ১৫ মিনিটে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সৌমিত্র সাহা-এর নেতৃত্বে এএসআই (নিঃ) রমেন কুমার সরকার, এএসআই (নিঃ) মোত্তালেব হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ অভিযানটি পরিচালিত হয়। অভিযানকালে চুয়াডাঙ্গা সদর থানাধীন ডিঙ্গেদহ বাজার চৌরাস্তার মোড় সংলগ্ন মাসুম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ভিতরের পূর্বপাশের মহিলা কেবিনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন দর্শনা থানার নেহালপুর গ্রামের রইছ উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন সুমন (২৮),একই গ্রামের ইউসুফ আলীর ছেলে ইসমাইল আহম্মেদ সোহাগ (২৬) ও জীবননগর থানার মনোহারপুর গ্রামের সিরাজউদ্দৌলাহ'র ছেলে আব্দুল (৩৫), তল্লাশির একপর্যায়ে তাদের হেফাজত থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাদক ও চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে জেলা পুলিশ সর্বোচ্চ তৎপরতা বজায় রাখবে বলেও উল্লেখ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫