নিজস্ব প্রতিবেদক : পঞ্চগড়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৮৯তম গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। জেলার ৪২টি সরকারি ও বেসরকারি সংস্থার বিরুদ্ধে মোট ১১৮টি অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়, যা এখন পর্যন্ত দুদকের সর্বাধিক অভিযোগ নিয়ে অনুষ্ঠিত গণশুনানি। শনিবার (০৯ নভেম্বর ২০২৫ খ্রি.) দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, ঠাকুরগাঁও-এর আয়োজনে পঞ্চগড় জেলা সরকারি অডিটোরিয়ামে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সবার মধ্যে নীতিবোধ জাগ্রত করতে হবে। এখন হয়তো আপনার মাথায় রাজনৈতিক নেতা বা বড় ভাইয়ের হাত আছে, কিন্তু মনে রাখবেন আপনি সরকারি চাকুরিজীবী। নিজের বিবেক কারো কাছে লিজ দেবেন না। নিজের দপ্তরকে দুর্নীতিমুক্ত রাখাই আপনার প্রথম দায়িত্ব। তিনি আরও বলেন, “ব্যক্তিগত লোভ-লালসা পরিহার করে অন্যের অধিকার রক্ষা করতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই গণশুনানির মূল লক্ষ্য। বিশেষ অতিথি হিসেবে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বলেন, দুর্নীতি করার আগে অন্তত একশবার ভাবুন। একটি মামলা আপনার ও আপনার পরিবারের জীবনে কেমন দুর্বিষহ সময় নিয়ে আসতে পারে তা আপনি কল্পনাও করতে পারবেন না। গণশুনানিতে সভাপতিত্ব করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. সাবেত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী, পঞ্চগড় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. মো. খালিদ তৌহিদ এবং দুদকের রংপুর বিভাগীয় পরিচালক মোহাং নুরুল হুদা। গণশুনানিতে দুই শতাধিক অভিযোগ জমা পড়ে, যার মধ্যে তফসিলভুক্ত ১১৮টি অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে ২টি অভিযোগে অনুসন্ধান শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ঘুষ ও দুর্নীতির অভিযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ জন প্রধান শিক্ষক ও মাধ্যমিক বিদ্যালয়ের ২ জন শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। অন্য অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর ও জেলা প্রশাসনের প্রতিনিধিদের নির্দেশে তাৎক্ষণিকভাবে সমাধান দেওয়া হয়।দুদক কর্মকর্তারা জানান, এই গণশুনানির মাধ্যমে জনগণের ভোগান্তি কমানো, সরকারি সেবা নিশ্চিত করা ও দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনের লক্ষ্যে দুদকের কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫