নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৮ আসনে ধানের শীষের জাগরণে ঐক্যবদ্ধ নির্বাচনী প্রচারে গনমিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর উত্তরার আজমপুর বাসস্ট্যান্ড আমির কমপ্লেক্সের সামনে থেকে এ ঐক্যবদ্ধ নির্বাচনী গণসংযোগ ও গনমিছিল শুরু করে বিএনপি। এরপর সংসদীয় এলাকার বিভিন্ন সড়কে বিশাল শোভাযাত্রায় নেতৃত্ব দেন ঢাকা-১৮ আসনে দলের মনোনয়ন প্রত্যাশীরা।গনমিছিল ও নির্বাচনী গণসংযোগে অংশ নেন স্হানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটার। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোঃ মোস্তফা জামান গনমিছিলের পূর্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এম কফিল উদ্দিন আহমেদ। অনুষ্ঠান সভাপতিত্ব করেন যুগ্ম আহবায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন।বৃহত্তর উত্তরার উত্তরা পশ্চিম, উত্তরা পূর্ব, তুরাগ, উত্তরখান, দক্ষিণখান, খিলক্ষেত থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে এ নির্বাচনী গণসংযোগ ও গনমিছিলে অংশ নেন। গনমিছিলটি উত্তরার আজমপুর বাসস্ট্যান্ড আমির কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে হাউজিং বিল্ডিং এলাকা প্রদক্ষিণ করে জমজম টাওয়ার এর সামনে গিয়ে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫