নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মহানগরের পূবাইলে এক নারীর হাতে ঘুমন্ত স্বামী গুরুতর আহত হয়েছেন। রোববার (৯ নভেম্বর) ভোরে পারিবারিক কলহের জেরে স্ত্রী তার স্বামীর পুরুষাঙ্গ ধারালো ব্লেড দিয়ে কেটে দেন বলে অভিযোগ পাওয়া গেছে। হৃদয়বিদারক এই ঘটনা ঘটেছে পূবাইল থানাধীন খোরাইদ জয়নগর এলাকায়। ভুক্তভোগী যুবকের নাম মো. আকাশ (২১)। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল তাদের মধ্যে। রোববার ভোররাতে আকাশ ঘুমিয়ে থাকার সময় হঠাৎ স্ত্রী ব্লেড দিয়ে তার গোপনাঙ্গে আঘাত করে গুরুতর জখম করে। আকাশের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পরপরই উত্তেজিত জনতা ওই গৃহবধূকে আটক করে পুলিশে সোপর্দ করে। স্থানীয়রা জানায়, ঘটনাস্থলে উপস্থিত জনতা ক্ষুব্ধ হয়ে প্রথমে তাকে কিছুটা প্রহার করে পরে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ অভিযুক্ত নারীকে প্রাথমিক চিকিৎসার জন্য শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা মো. খালিদ হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল ও মর্মান্তিক। আহত স্বামী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অভিযুক্ত স্ত্রীকে আটক করা হয়েছে এবং পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এলাকাবাসী ঘটনাটিকে চরম পারিবারিক অমানবিকতা হিসেবে দেখছেন। তাদের ভাষায়, যে পরিবারে ভালোবাসা থাকার কথা, সেখানে এমন নিষ্ঠুরতা সমাজের জন্য অশনি সংকেত।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫