নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট হতে গতকাল (১২ নভেম্বর ২০২৫ খ্রি.) তিনটি পৃথক অভিযোগের প্রেক্ষিতে তিনটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নিয়োগ প্রক্রিয়ায় স্বজনপ্রীতি, স্বাস্থ্যসেবায় অনিয়ম ও সড়ক নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগে গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়। ঔষধ প্রশাসন অধিদপ্তরে জনবল নিয়োগ প্রক্রিয়ায় স্বজনপ্রীতি, ঘুষ বাণিজ্য ও ভুয়া বিল-ভাউচার তৈরি করে অর্থ আত্মসাতের অভিযোগের তদন্তে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা একটি অভিযান পরিচালনা করে। টিম সংশ্লিষ্ট কমিটির সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে এবং নিয়োগ খরচ, প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার ব্যয় সংক্রান্ত নথি সংগ্রহ করে। পর্যালোচনার পর বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে। রংপুর জেলার কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও অনিয়মের অভিযোগে সমন্বিত জেলা কার্যালয়, রংপুর হতে আরেকটি অভিযান পরিচালিত হয়। টিম ছদ্মবেশে রোগী সেজে বিভিন্ন বিভাগ পর্যবেক্ষণ করে। তদন্তে দেখা যায়, ল্যাব টেস্ট ফি যথাযথভাবে সরকারি কোষাগারে জমা হয়নি এবং হাসপাতালে রোগীদের জন্য নিম্নমানের খাবার সরবরাহ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন কমিশনে পাঠানো হবে। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নে সড়ক ও জনপথ বিভাগের সড়ক নির্মাণকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগে সমন্বিত জেলা কার্যালয়, খুলনা একটি অভিযান চালায়। সরেজমিনে টিম নির্মাণকাজের মান যাচাই করে এবং ব্যবহৃত সামগ্রীর নমুনা সংগ্রহ করে। প্রাথমিক যাচাইয়ে অভিযোগের আংশিক সত্যতা পাওয়া গেছে। চূড়ান্ত প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে। দুদকের এসব অভিযান বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কমিশনের চলমান কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫