নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে আওয়ামী লীগের ঘোষিত কথিত ‘লকডাউন’ কর্মসূচির বিরোধিতা করে মোটরসাইকেল শোডাউন করেছেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, ৫৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী রাশেদুল ইসলাম কিরণ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকালে টঙ্গীর হোন্ডা রোডের মাথা থেকে শুরু হয়ে শোডাউনটি ঢাকা-ময়মনসিংহ সড়ক ঘুরে গাজীপুরা হয়ে হাজির মাজার ইউনিট কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে রাশেদুল ইসলাম কিরণ বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মীকে মিথ্যা মামলায় জেল খাটতে হয়েছে। এখন দেশ যখন স্থিতিশীল, তখনও বিদেশি প্রভাবের মাধ্যমে ষড়যন্ত্র চলছে। কথিত লকডাউনের নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে যা আমরা সফল হতে দেব না।তিনি আরও বলেন, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এখন সতর্ক অবস্থানে আছে। নির্বাচনের আগে যদি কেউ বাড়াবাড়ি করে, তাহলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইসমাইল শিকদার বসু, গাজীপুর মহানগর বিএনপি'র সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান (কালা) বিএনপি নেতা আমিনুল ইসলাম লিটুটঙ্গী পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বিলাল হোসেন সানি, বিএনপি নেতা সৈয়দ আবু বক্কর কবির, মোঃ সাখাওয়াত হোসেন সাজ্জাদ, মোহাম্মদ মামুনুর রশিদ পাঠান, মহানগর যুবদল নেতা মোঃ মশিউর রহমান, বিএনপি নেতা মাহবুব হোসেন চঞ্চল, যুবদল নেতা মোঃ আশিকুর রহমান পিয়াস মোঃ শাহাবুদ্দিন, নুরু মিয়া, মোঃ আল কাস,,মোহাম্মদ জিয়া, মোঃ নজরুল ইসলাম, মোহাম্মদ ফিরোজ, বিক্রম চন্দ্র রায়, মোঃ হেলিমুজ্জামান কালু, মোহাম্মদ শামীম, মোফাজ্জল হোসেন রিপ্ত, মোহাম্মদ মাসুদ রানা সহ শতাধিক মোটরসাইকেলে বিএনপি যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শোডাউনে অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫