নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরা পশ্চিম থানা ও গাজীপুরের শ্রীপুর এলাকায় ঢাকা লকডাউন কর্মসূচিকে ঘিরে নাশকতার চেষ্টাকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের তিন সদস্যকে আটক করেছে র্যাব-১। র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই বিপ্লব পরবর্তী সময়ে কিছু দুষ্কৃতিকারী বিভিন্ন সময় দেশজুড়ে অগ্নিসন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনসমূহ ১২ ও ১৩ নভেম্বর ২০২৫ তারিখে “ঢাকা লকডাউন” কর্মসূচির ঘোষণা দেয়। এই কর্মসূচির অংশ হিসেবে ১৩ নভেম্বর ২০২৫ খ্রি. তারিখ বিকেল ৩টা ৫ মিনিটে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন বিএনএস সেন্টারের সামনে নাশকতার চেষ্টা চালানোর সময় তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন মোঃ আব্দুস সালাম বাঙ্গালী (৫৪), মাসকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান (আওয়ামী লীগ), পিতা-মৃত আব্দুর রশিদ বাঙ্গালী, মাতা-মোছাঃ হামিদা আক্তার, সাং-রায়পুর, থানা-কেন্দুয়া, জেলা-নেত্রকোনা। শাহিন ভূইয়া (২৫), পিতা-মৃত হাবিবুর রহমান ভূইয়া, মাতা-দোলেনা আক্তার, সাং-ঢুপি চান্দাইল, থানা-কেন্দুয়া, জেলা-নেত্রকোনা ও শাহিন সানা (২৪), পিতা-মুছা সানা, মাতা-আছিয়া বেগম, সাং-মহিষকুড়, পো-শ্রীউলা, থানা-আশাশুনি, জেলা-সাতক্ষীরা। র্যাব-১ জানায়, আটক আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫