নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিন ধরে গড়িমসিতে চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল দর্শনা রেলবাজার বটতলার ভ্যান-রিকশা স্ট্যান্ড এলাকার রাস্তা। ইট পাতা থাকলেও সিমেন্ট-বালির অভাবে ধীরে ধীরে ইটগুলো সরে গিয়ে সৃষ্টি হয় গর্ত ও অসমান পথ। এর ফলে প্রতিদিনই পথচারী, মোটরসাইকেল ও ভ্যানচালকরা মারাত্মক ভোগান্তির শিকার হন। সম্প্রতি ওই স্থানে এক নারী পথচারী ইটে হোঁচট খেয়ে পা কেটে আহত হন। এ ঘটনায় সচেতন নাগরিকরা রাস্তাটির দ্রুত সংস্কারের দাবি জানান। এ অবস্থায় বাজার কমিটির সহ-সাধারণ সম্পাদক পদে হরিণ মার্কা প্রতীকের প্রার্থী রিফাতের উদ্যোগে স্থানীয়দের সহযোগিতায় রাস্তাটির সংস্কার কাজ শুরু হয়। এলাকার বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে সিমেন্ট ও বালি দিয়ে সহায়তা করেন। রিফাত জানান, এটি কেবল শুরু। দর্শনাবাসী একসঙ্গে থাকলে ধীরে ধীরে আমাদের বাজার ও এলাকার সব সমস্যার সমাধান সম্ভব হবে, ইনশা আল্লাহ। স্থানীয়রা রিফাতের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, জনপ্রতিনিধিত্ব মানে কেবল নির্বাচনের সময় প্রতিশ্রুতি নয়, বাস্তব কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জনই প্রকৃত নেতৃত্বের পরিচয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫