নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর প্রকাশ্যে হামলা চালিয়ে আটকের সময় এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল রাত্রে টঙ্গী পশ্চিম থানাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢালে সিভিল পোশাকে অভিযান চালাতে গেলে দুষ্কৃতকারীরা হঠাৎ হামলা করে আটককৃত ব্যক্তিকে ছিনিয়ে নেয়। হামলায় পুলিশের এএসআই ফজলুল হক মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। টঙ্গী পূর্ব থানার ওসি ওয়াহিদুজ্জামান বলেন, আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এডিশনাল ডিআইজি জাহিদুল হাসান জানান, এক ছিনতাইকারীকে আটকের সময় তার শরীরে রক্তমাখা জামা পাওয়া যায়। সিভিল টিম যখন অভিযান পরিচালনা করছিল, তখন অপর ছিনতাইকারীরা হামলা করে একজন পুলিশ সদস্যকে গুরুতর আহত করে। ঘটনাটি ইতোমধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ও জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে। এলাকাবাসী প্রকাশ্যে পুলিশের ওপর এমন হামলায় উদ্বেগ প্রকাশ করেছে।