নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে আসামি গ্রেপ্তার অভিযানে পুলিশের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন হাজির মাজার বস্তি সংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢালে এ হামলা চালায় দুষ্কৃতিকারীরা। ঘটনার সময় এক পুলিশ সদস্য আহত হন। আহত এএসআই মো. ফজলুল হক টঙ্গী পূর্ব থানায় কর্মরত। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সেদিন রাত ১১টার দিকে টঙ্গী পূর্ব থানা পুলিশের একটি টিম সন্দেহভাজন এক আসামিকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর এক আসামিকে ধরতে পুলিশ অভিযানে যায়। অভিযানের দলটি এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢালে পৌঁছালে পূর্ব থেকে ওঁত পেতে থাকা প্রায় ৮০-৯০ জন দুষ্কৃতিকারী পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে পুলিশ সদস্যদের লক্ষ্য করে আক্রমণ করলে এএসআই ফজলুল হক মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। আত্মরক্ষার্থে পুলিশ ৫ রাউন্ড গুলিবর্ষণ করে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা আহত এএসআইকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেপ্তার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন, আহত পুলিশ সদস্য বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। হামলার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫