নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে জাভান হোটেলের দ্বিতীয় তলায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো নতুন খাবার প্রতিষ্ঠান ‘টমেটো রেস্তোরাঁ’। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে শহীদ কেয়াম উদ্দিন মাস্টার সড়কস্থ আমতলী জাভান হোটেল চত্বরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে রেস্তোরাঁটির গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টমেটো রেস্তোরাঁর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন জাভান হোটেলের ব্যবস্থাপনা পরিচালক সাইমন খান। এসময় এলাকার বিশিষ্ট সমাজসেবক ও আমতলী কামে মসজিদের সভাপতি আব্বাস আলী, হোটেল কর্মকর্তা আব্দুল আজিজ, রিলেশনশিপ ম্যানেজার মো. দেলোয়ার হোসেন দুলাল, অপারেশন ম্যানেজার সজল মজুমদার, সহকারী কোষাধ্যক্ষ অন্ত, রিয়াদ বাবু, মাসুম, মামুন, আল-আমিন রাজসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আমতলী এতিমখানা মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীও অংশ নেয়। উদ্বোধনী আয়োজনে স্বাগত বক্তব্য দেন জাভান হোটেলের রিলেশনশিপ ম্যানেজার মো. দেলোয়ার হোসেন দুলাল। তিনি জানান, টমেটো ফল যেহেতু বারো মাস পাওয়া যায়, ঠিক তেমনি সারা বছর গ্রাহকদের সেবা দেওয়ার ভাবনা থেকেই রেস্তোরাঁটির নাম রাখা হয়েছে ‘টমেটো রেস্তোরাঁ’। তিনি আরও বলেন, “টঙ্গী ও গাজীপুরের মানুষের কথা মাথায় রেখে সুলভ মূল্যে এখানে সাদা ভাত, বিভিন্ন রকম ভর্তা, গরু-খাসি-মুরগি-হাঁসের মাংসসহ নানান আইটেম পরিবেশন করা হবে। এছাড়াও বিয়ে, জন্মদিন, সেমিনারসহ বিভিন্ন অনুষ্ঠানের জন্য বুকিং সুবিধাও রাখা হয়েছে। অনুষ্ঠানের শেষে আমতলী মসজিদ এন্ড এতিমখানা মাদ্রাসার খতিব মাও. সাহাদৎ হোসেন মোনাজাত পরিচালনা করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫