নিজস্ব প্রতিবেদক : বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হলো দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন। শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। সভাপতি পদে মোঃ তোফাজ্জেল হোসেন (চেয়ার প্রতীক) পেয়েছেন ৩৪৯ ভোট, যা তাকে পরিষ্কার ব্যবধানে বিজয়ী করেছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তরিকুল ইসলাম জুয়েল (চশমা প্রতীক) পেয়েছেন ২৯৪ ভোট, এবং লুৎফর রহমান (মই প্রতীক) পেয়েছেন ১৮২ ভোট। সহ-সভাপতি পদে আবুল বাশার (মোরগ প্রতীক) পেয়েছেন ৪৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরিফুল ইসলাম (জয়নাল) (কলস প্রতীক) পেয়েছেন ১৯৩ ভোট এবং রিন্টু জামান (মই প্রতীক) পেয়েছেন ১৬৯ ভোট। সাধারণ সম্পাদক পদে আনোয়ার হোসেন রতন (প্রজাপতি প্রতীক) বিজয়ী হয়েছেন ২৫৪ ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিম মেহমুদ লিটন (বাইসাইকেল প্রতীক) পেয়েছেন ২৪০ ভোট। অন্য প্রার্থীদের মধ্যে নাসির উদ্দিন খান হাসু (সূর্যমুখী ফুল প্রতীক) ১৭৪ ভোট, রিয়েল ইসলাম লিয়ন (ছাতা প্রতীক) ১১১ ভোট, এবং আরিফুল ইসলাম বাবু (চাঁদ তারা প্রতীক) ৪৭ ভোট পেয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে আবিদ হাসান রিফাত (হরিণ প্রতীক) বিপুল ভোটে বিজয়ী হয়েছেন ৬৭০ ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শরিফুল আলম (আনারস প্রতীক) পেয়েছেন ২১২ ভোট। দপ্তর সম্পাদক পদে সোহাগ হোসেন (টেবিল প্রতীক) পেয়েছেন ৩৭৩ ভোট, এবং কোষাধ্যক্ষ পদে মিজানুর রহমান (দেয়াল ঘড়ি প্রতীক) নির্বাচিত হয়েছেন ৫৭৩ ভোট পেয়ে। নির্বাহী সদস্য পদে বিজয়ীরা হলেন ১ নং ওয়ার্ড: শরিফ ২ নং ওয়ার্ড: জাহিদুল ইসলাম, ৩ নং ওয়ার্ড: আব্দুল মিয়া (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) ৪ নং ওয়ার্ড: শামীম মিয়া (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) ৫ নং ওয়ার্ড: মেহেদী হাসান, ৬ নং ওয়ার্ড: আজিজুল ইসলাম ৭ নং ওয়ার্ড: হাবিব সিকদার শান্তিপূর্ণ ভোটগ্রহণ ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন সম্পন্ন করায় ভোটারদের মধ্যে ছিল আনন্দ-উৎসাহের পরিবেশ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫