নিজস্ব প্রতিবেদক : গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৪ নং ওয়ার্ডের বহু প্রতীক্ষিত ‘সাত রং’ রাস্তার উন্নয়ন কাজ অবশেষে শুরু হয়েছে। প্রায় ১৫ বছর ধরে ময়লা-আবর্জনায় ভরাট হয়ে এই পথটি ব্যবহার অযোগ্য হয়ে পড়েছিল। দীর্ঘদিনের জনদুর্ভোগ দূর করতে উদ্যোগ নেন ৪৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী দুলাল হোসেন যার অবিচল প্রচেষ্টায় কাজ এখন চলমান। দুলাল হোসেন জানিয়েছেন, ইনশাআল্লাহ দু-একদিনের মধ্যেই কাজ সম্পন্ন করে পথটি মানুষের চলাচলের জন্য উন্মুক্ত হবে ইনশাআল্লাহ । ৪৩ ও ৪৪ নং ওয়ার্ডের সাধারণ জনগণ এ রাস্তা ব্যবহার করে উপকৃত হবেন এটাই আমার প্রত্যাশা। স্থানীয়দের মতে, দুলাল হোসেনের উদ্যোগে বহুদিনের স্থবিরতা কাটিয়ে রাস্তার কাজে গতিশীলতা ফিরেছে। তারা আশা প্রকাশ করেন, এই উন্নয়ন কার্যক্রম পুরো এলাকায় স্বস্তির পরিবেশ তৈরি করবে। দুলাল হোসেনের সক্রিয় ভূমিকা ও জনকল্যাণে নিবেদিত মনোভাবকে এলাকাবাসী ইতোমধ্যেই ইতিবাচকভাবে দেখছেন। তার এই উদ্যোগ স্থানীয় উন্নয়নে বড় উদাহরণ হয়ে থাকবে বলেও মন্তব্য করছেন সচেতন নাগরিকরা।