নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশান থানাধীন লেকের পাশে ছুরিকাঘাতে সংঘটিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি মো. শামীম (২৫)–কে মাদারীপুরের শিবচর থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১। র্যাব-৮ এর বিশেষ আভিযানিক দলের সহায়তায় শুক্রবার বিকেলে বহেরাতলা রফিউদ্দিন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র্যাব জানায়, হত্যাকাণ্ডের মূল কারণ ছিল মাদক বিক্রির টাকা লেনদেনসংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতা। মামলার বাদী মাসুম বিল্লাহ গুলশান থানায় জানান, ১০ নভেম্বর রাত ৭টা থেকে ১১টা ৪০ মিনিটের মধ্যে গুলশান রোড নং–৫৫ এর শেষ মাথায় লেকের পাশের হাঁটার রাস্তার উপর শামীম ভিকটিম সাইদুল ইসলাম সৌরভ (২৭)–কে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে হত্যা করে পালিয়ে যায়। পরবর্তীতে পথচারীরা সৌরভকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে। ঘটনাটি গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার পায় এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। হত্যাকাণ্ডের পর র্যাব-১ ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়ে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। পরে বিশ্বস্ত সূত্রে জানা যায়, আসামি শামীম শিবচরে আত্মগোপনে আছে। সেই তথ্যের ভিত্তিতে ১৫ নভেম্বর বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে র্যাব-১ ও র্যাব-৮ যৌথভাবে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীম হত্যার ঘটনায় সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত শামীমকে আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫