নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া'র আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় টঙ্গী পশ্চিম থানা কৃষকদলের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গী পশ্চিম থানা কৃষকদলের সভাপতি আব্বাস উদ্দিন। সাধারণ সম্পাদক আলম হোসেনের সঞ্চালনায় আয়োজিত এই দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক জুবাইদ ইসলাম সৈকত, সদস্য মুসলিম খাঁন, নাজমুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কৃষকদল কর্মী। দোয়া পরিচালনা করেন বায়তুল আহাদ জামে মসজিদের খতিব মাওলানা ইব্রাহিম খলিল। তিনি দেশের শান্তি, সমৃদ্ধি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভ কামনা করে বিশেষ মোনাজাত করেন। বক্তারা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, দেশনেত্রীর সুস্থতা কামনা করে সারাদেশের নেতাকর্মীরা দোয়া করছেন। তার সুস্থতা দেশের গণতান্ত্রিক আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ বলেও তারা উল্লেখ করেন। দোয়া মাহফিল শেষে অংশগ্রহণকারীরা দেশ, জাতি ও দলের কল্যাণ কামনা করে শান্তিপূর্ণভাবে তবারক বিতরনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫