নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া'র আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় টঙ্গী পশ্চিম থানা তাঁতি দলের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১লা ডিসেম্বর) বাদ মাগরিব দেওরা টঙ্গী রিপোর্টার্স ইউনিটি অফিস রুমে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গী পশ্চিম থানা তাঁতি দলের আহ্বায়ক সোহেল সিদ্দিকী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর তাঁতি দলের আহ্বায়ক তাজুল ইসলাম ব্যাপারী। টঙ্গী পূর্ব থানা তাঁতি দলের আহ্বায়ক নজরুল ইসলামের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর তাঁতি দলের সহ-সভাপতি কামাল সরকার, টঙ্গী পশ্চিম থানা তাঁতি দলের সদস্য সচিব আবুল কাশেম, টঙ্গী পূর্ব থানা তাঁতি দলের সাধারণ সম্পাদক রাশেদ খান, পুবাইল থানা তাঁতি দলের সভাপতি আব্দুল হাই, গাছা থানা তাঁতি দলের সাধারণ সম্পাদক ওসমান গনি ছাড়াও ওয়াহিদ, রাশেদ, বাবুল, মাসুদ রানাসহ বিভিন্ন থানা ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা অসুস্থতায় ভুগছেন। তার দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর সম্মিলিত দোয়ার প্রয়োজন। বক্তারা আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে তার সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাতে দেশনেত্রীর সুস্থতা, দেশের শান্তি ও সমৃদ্ধি এবং জাতির কল্যাণ কামনা করা হয়। দোয়া মাহফিলটি শান্তিপূর্ণ পরিবেশে তবারক বিতরনের মাধ্যমে সম্পন্ন হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫