নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল, টঙ্গী পূর্ব থানা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যরা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল-এর সহ-সভাপতি ও গাজীপুর-৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদার-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (১লা ডিসেম্বর) এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা মোটর চালক দলের আহ্বায়ক মো. স্বপন রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মনির হোসেন, সদস্য সচিব মো. নবী হোসেন নবী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. মনির হোসেনসহ নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা। সাক্ষাৎকালে আরিফ হোসেন হাওলাদার নবনিযুক্ত কমিটির সদস্যদের অভিনন্দন জানান। তিনি সংগঠনকে আরও সুসংগঠিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান। পাশাপাশি দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার পরামর্শ দেন। এ সময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং দলকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সক্রিয়ভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।