নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গা জেলার দর্শনা পৌর এলাকার রামনগর গ্রামের সন্তান, কোটচাঁদপুর থানায় কর্মরত পুলিশ সদস্য আনিসুর রহমান আনিস সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) সকালে কোটচাঁদপুর উপজেলার তালমিল এলাকায় একটি দ্রুতগামী ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ডিউটিতে যোগ দিতে মোটরসাইকেলে করে যাওয়ার পথে তালমিল এলাকায় একটি ট্রাক তাঁকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত আনিসুর রহমান আনিস কোটচাঁদপুর থানা-তে কর্মরত ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার, সহকর্মী ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে কোটচাঁদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে। ঘাতক ট্রাকটি শনাক্ত ও চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে নিহত পুলিশ সদস্যের মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। আনিসুর রহমান আনিসের মৃত্যুতে সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫