নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া'র আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় গাজীপুরের টঙ্গীতে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ মাগরিব জহির মার্কেটে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে টঙ্গী পূর্ব থানা তাঁতিদলের আহ্বায়ক আব্দুল কাদের মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাহ উদ্দিন। টঙ্গী পূর্ব থানা তাঁতিদলের সদস্য সচিব মিজান তালুকদারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম মোল্লা, সহ সাংগঠনিক সম্পাদক মেরাজ মিয়া, গাজীপুর মহানগর গণঅধিকার পরিষদের সভাপতি হাজী মোবারক হোসেন সরকার, গাজীপুর মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জালাল উদ্দিন, ৪৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাসির মৃধা, সিনিয়র সহ-সভাপতি নূর মোহাম্মদ জহির, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজিবুর রহমান, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের মানবাধিকার সম্পাদক আল-আমিন শুভ এবং টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক লিটন মৃধাসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশবাসীর গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামে বেগম খালেদা জিয়ার ভূমিকা অবিস্মরণীয়। তাঁর দ্রুত সুস্থতা কামনায় দেশবাসী আজ ঐক্যবদ্ধভাবে প্রার্থনা করছে। তারা আরও বলেন, আল্লাহ যেন তাঁকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন এবং দেশ ও জাতির কল্যাণে আবারও সক্রিয়ভাবে কাজ করার তৌফিক দান করেন। শেষে বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। শান্তিপূর্ণভাবে তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫