নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশন (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট আজ সোমবার (০১ ডিসেম্বর ২০২৫) দেশের বিভিন্ন জেলায় পৃথক তিনটি অভিযোগের প্রেক্ষিতে একযোগে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে। অভিযানের আওতায় রাজস্ব ফাঁকি, স্বাস্থ্যসেবায় অনিয়ম এবং অবসরপ্রাপ্ত কর্মচারীর পেনশন হয়রানির বিষয়গুলো খতিয়ে দেখা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলার সোনামসজিদ স্থলবন্দরে কতিপয় অসাধু কাস্টমস কর্মকর্তার যোগসাজশে রাজস্ব ফাঁকি দিয়ে পণ্য আমদানির অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ জেলায় দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয় থেকে একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানকালে প্রাপ্ত প্রাথমিক তথ্যে দেখা যায়, আমদানিকৃত Imitation Jewellery পণ্যের ক্ষেত্রে সরকার নির্ধারিত প্রতি কেজিতে ৫.০০ মার্কিন ডলার শুল্ক আরোপের বিধান থাকলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা যোগসাজশের মাধ্যমে ২.০০ থেকে ৩.০০ মার্কিন ডলার হারে শুল্ক নির্ধারণ করেছেন। এতে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতির প্রাথমিক প্রমাণ পাওয়া যায়। অভিযানে সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে এবং বিস্তারিত পর্যালোচনার পর কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে। বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদান নিয়ে হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে দুদক, বগুড়া জেলা কার্যালয় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে বাস্তব পরিস্থিতি যাচাই করে। পাশাপাশি রেজিস্টার, ডাক্তার ও নার্সদের হাজিরা খাতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র পরীক্ষা করা হয়। প্রাথমিকভাবে অনুমোদিত পদের তুলনায় ডাক্তার ও কর্মচারীর সংকট লক্ষ্য করা যায়। এ বিষয়ে সংগৃহীত তথ্যের ভিত্তিতে কমিশন বরাবর প্রতিবেদন জমা দেওয়া হবে।সুনামগঞ্জ জেলার হিসাবরক্ষণ অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর পেনশন ফাইল আটকে ঘুস দাবিসহ দীর্ঘদিন ধরে হয়রানির অভিযোগে দুদক, সিলেট সমন্বিত জেলা কার্যালয় থেকে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানকালে অভিযোগকারী সড়ক ও জনপথ অধিদপ্তরের এক গাড়িচালকের পেনশন সংক্রান্ত নথিপত্রসহ অন্যান্য সেবা হিসাব পরিশোধের কাগজপত্র সংগ্রহ ও যাচাই করা হয়। সংগৃহীত নথি বিশ্লেষণ শেষে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছে এনফোর্সমেন্ট টিম। দুদকের পক্ষ থেকে জানানো হয়, প্রাপ্ত তথ্য ও নথিপত্র যাচাই শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫