নিজস্ব প্রতিবেদক : ঈশ্বরদীতে ৮টি নিষ্পাপ কুকুরছানাকে বস্তাবন্দী করে পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাস। ঝিনাইদহে অনুষ্ঠিত বিএনএফ দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় দুঃখভারাক্রান্ত কণ্ঠে তিনি বলেন, কুকুর আপনার পছন্দ নাও হতে পারে, কিন্তু এভাবে বস্তাবন্দী করে পানিতে চুবিয়ে মারা যায় না। আমরা কি মানুষই হতে পারলাম না? জানা গেছে, হত্যাকাণ্ডের শিকার কুকুরটি ছিল তাঁরই পোষা। চাকরিকালীন সময়ে তিনি কুকুরটিকে স্নেহ ও যত্নে লালন-পালন করতেন। সম্প্রতি ওই কুকুরের জন্ম নেওয়া ছানাগুলোকে ইশ্বরদীতে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় তিনি মানসিকভাবে গভীরভাবে আঘাতপ্রাপ্ত বলে জানান। সভায় উপস্থিত বক্তারা এই নির্মম প্রাণিহত্যার তীব্র নিন্দা জানান এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা বলেন, এ ধরনের নিষ্ঠুরতা শুধু প্রাণীর প্রতি নয়, মানবিকতার প্রতিও এক ভয়াবহ আঘাত। এই ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষও দ্রুত বিচার দাবি করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫