নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মহানগরীর টঙ্গীর মিলগেট এলাকা থেকে বুধবার বিকেলে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। প্রাথমিকভাবে মরদেহের পরিচয় শনাক্ত করা না গেলেও পরে সিআইডির এক্সপার্ট টিমের সহায়তায় নিহতের পরিচয় নিশ্চিত করা হয়। নিহত ব্যক্তির নাম নিজাম উদ্দিন (৩১)। তিনি কক্সবাজার জেলার কসবা উপজেলার পূর্ব পাড়া (মূলগ্রাম) এলাকার বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ সূত্র জানায়, মরদেহটি উদ্ধারের পর আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে স্থানীয় একটি হাসপাতালে রাখা হয়েছে। তবে নিহতের কোনো স্বজন উপস্থিত না থাকায় মরদেহ বর্তমানে হাসপাতালেই রয়েছে।এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হবে। নিহতের স্বজনরা যোগাযোগ করলে আইন অনুযায়ী মরদেহ হস্তান্তর করা হবে। তিনি আরও জানান, স্বজনরা চাইলে এ ঘটনায় মামলা দায়ের করতে পারবেন এবং মামলা হলে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। নিহতের মৃত্যুর কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।